ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

ফেব্রুয়ারি উইন্ডোতে খেলা হচ্ছে না সাবিনাদের

  • আপডেট সময় : ০৬:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: গতবছর টানা দ্বিতীয় সাফ শিরোপা জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর থেকে ছুটি কাটাচ্ছেন তারা। আগামী ১৫ জানুয়ারি থেকে তাদের ক্যাম্প শুরু হবে। তবে ফেব্রুয়ারি উইন্ডোতে মেয়েদের কোনো ম্যাচ খেলা হচ্ছে না। প্রতিপক্ষ ঠিক করতে পারেনি বাফুফে। সাফ জয়ী বাংলাদেশ খেলার জন্য প্রতিপক্ষ ঠিক করতে না পারলেও, নেপাল চার জাতির টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে।

মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা ফেব্রুয়ারিতে ম্যাচ খেলতে চেয়েছিলাম। এখনো কোনো দল পাওয়া যায়নি। তাই মার্চের উইন্ডোকে সামনে রেখেই মেয়েরা প্রস্তুতি নেবে। ১৫ জানুয়ারি ক্যাম্পে ফিরে সাবিনার নিরবিচ্ছিন্নভাবে অনুশীলন করবে।

২৩ জুন থেকে ৫ জুলাই এশিয়ান কাপের বাছাই পর্ব আছে।’ ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাফুফে। প্রথমে সৌদি আরবকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সৌদি খেলতে রাজি হয়েও পরে ‘না’ করে দিয়েছে। বাফুফে বিকল্প হিসেবে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশের কেউই সবুজ সংকেত দেয়নি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারি উইন্ডোতে খেলা হচ্ছে না সাবিনাদের

আপডেট সময় : ০৬:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: গতবছর টানা দ্বিতীয় সাফ শিরোপা জয় করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর থেকে ছুটি কাটাচ্ছেন তারা। আগামী ১৫ জানুয়ারি থেকে তাদের ক্যাম্প শুরু হবে। তবে ফেব্রুয়ারি উইন্ডোতে মেয়েদের কোনো ম্যাচ খেলা হচ্ছে না। প্রতিপক্ষ ঠিক করতে পারেনি বাফুফে। সাফ জয়ী বাংলাদেশ খেলার জন্য প্রতিপক্ষ ঠিক করতে না পারলেও, নেপাল চার জাতির টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে।

মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা ফেব্রুয়ারিতে ম্যাচ খেলতে চেয়েছিলাম। এখনো কোনো দল পাওয়া যায়নি। তাই মার্চের উইন্ডোকে সামনে রেখেই মেয়েরা প্রস্তুতি নেবে। ১৫ জানুয়ারি ক্যাম্পে ফিরে সাবিনার নিরবিচ্ছিন্নভাবে অনুশীলন করবে।

২৩ জুন থেকে ৫ জুলাই এশিয়ান কাপের বাছাই পর্ব আছে।’ ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাফুফে। প্রথমে সৌদি আরবকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সৌদি খেলতে রাজি হয়েও পরে ‘না’ করে দিয়েছে। বাফুফে বিকল্প হিসেবে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশের কেউই সবুজ সংকেত দেয়নি।