ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫

ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন দল ঘোষণা: নাগরিক কমিটির আব্দুল্লাহ

  • আপডেট সময় : ০৮:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি

নারায়ণগঞ্জ সংবাদদাতা: জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করবো। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেওয়া শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।

আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘বেশ ভালোভাবেই চলছে দল গঠনের কাজ। আন্দোলনের অংশীজন ছাত্র-জনতার সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। খুব শিগগির রাজনৈতিক দল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে।’

স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আটটি টপিকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি। নারায়ণগঞ্জ শহরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে। এই টপিকে আলোচনা করেছি। এছাড়া শহীদ পরিবারগুলো মামলাজনিত হয়রানির শিকার হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক যেন ব্যবস্থা নেয়।’

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার, রাকিব প্রমুখ।

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন দল ঘোষণা: নাগরিক কমিটির আব্দুল্লাহ

আপডেট সময় : ০৮:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

নারায়ণগঞ্জ সংবাদদাতা: জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ দল গঠন করবো। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেওয়া শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।

আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘বেশ ভালোভাবেই চলছে দল গঠনের কাজ। আন্দোলনের অংশীজন ছাত্র-জনতার সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। খুব শিগগির রাজনৈতিক দল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠিত হবে।’

স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আটটি টপিকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি। নারায়ণগঞ্জ শহরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে। এই টপিকে আলোচনা করেছি। এছাড়া শহীদ পরিবারগুলো মামলাজনিত হয়রানির শিকার হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক যেন ব্যবস্থা নেয়।’

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার, রাকিব প্রমুখ।