বিনোদন ডেস্ক: তেলেগু সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম নিয়ে চর্চার শেষ নেই। এবার শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে নাকি ২০২৪ এর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাগদান হবে এই জুটির। ভারতীয় গণমাধ্যম ‘নিউজ এইটিন তেলেগু’-এর প্রতিবেদনে বলা হয়েছে সম্পর্কটাকে আরেকধাপ এগিয়ে নিতে চাচ্ছেন বিজয় ও রাশমিকা। আর তাই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাগদানের পরিকল্পনা করেছেন এই জুটি। তবে কত তারিখ এই জুটির বাগদান হবে তা জানানো হয়নি প্রতিবেদনে। বিয়ে কবে হবে, সেই বিষয়েও কিছু বলা হয়নি। তবে তাদের সম্পর্কে দুই পরিবার সম্মতি দিয়েছে। আর সেকারণেই বাগদানের পরিকল্পনা করেছেন বিজয়-রাশমিকা। তবে এই ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানাননি তারা। তাদের বাগদানের জল্পনা সত্যি কিনা তা জানতে অপেক্ষা করতে হবে ভক্তদের। রাশমিকা বর্তমানে ‘পুষ্পা টু’-এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এই ছবিতে তাকে দেখা যাবে আল্লু অর্জুনের বিপরীতে। অন্যদিকে বিজয়কে দেখা যাবে ‘ফ্যামিলি স্টার’ ও ‘ভিডি ১২’ ছবিতে।
জনপ্রিয় সংবাদ