ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ফেনীতে ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি

  • আপডেট সময় : ০৬:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

ফেনী সংবাদদাতা : ভারতীয় সম্প্রসারণবাদ ও ফেনী দখলের হুমকির প্রতিবাদে ব্যবস্থা গ্রহণের জন্য পদযাত্রা করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটি’ নামে একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জড়ো হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে পদযাত্রা করেন শতশত মানুষ। পদযাত্রা শেষে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি প্রধান করা হয়। এ সময় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পদযাত্রা ও স্মারকলিপি প্রদান শেষে আগ্রাসন প্রতিরোধ কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন নান্নু বলেন, ফেনী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। সম্প্রতি ভারতীয় একটি বেসরকারি টেলিভিশনে পাঁচ মিনিটে ফেনী দখল করার কথা বলা হয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যও হুমকি। ফেনীর নিরাপত্তার জন্য একটি ক্যান্টনমেন্টেরও দাবি করেন আন্দোলনকারীরা। এ সময় উপস্থিত ছিলেন- কমিটির যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন খান, সদস্য সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ, জেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক আ ন ম আব্দুর রহিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর ফারুক প্রমুখ।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি

আপডেট সময় : ০৬:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ফেনী সংবাদদাতা : ভারতীয় সম্প্রসারণবাদ ও ফেনী দখলের হুমকির প্রতিবাদে ব্যবস্থা গ্রহণের জন্য পদযাত্রা করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটি’ নামে একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জড়ো হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে পদযাত্রা করেন শতশত মানুষ। পদযাত্রা শেষে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি প্রধান করা হয়। এ সময় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পদযাত্রা ও স্মারকলিপি প্রদান শেষে আগ্রাসন প্রতিরোধ কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন নান্নু বলেন, ফেনী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। সম্প্রতি ভারতীয় একটি বেসরকারি টেলিভিশনে পাঁচ মিনিটে ফেনী দখল করার কথা বলা হয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যও হুমকি। ফেনীর নিরাপত্তার জন্য একটি ক্যান্টনমেন্টেরও দাবি করেন আন্দোলনকারীরা। এ সময় উপস্থিত ছিলেন- কমিটির যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন খান, সদস্য সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ, জেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক আ ন ম আব্দুর রহিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওমর ফারুক প্রমুখ।