ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

ফেদেরারকে বিদায় করে সেমি-ফাইনালে হুরকাজ

  • আপডেট সময় : ১১:৪৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : শেষ কবে এতটা ফিকে দেখা গেছে রজার ফেদেরারকে? পরিসংখ্যানের এক হিসেব বলছে কখনও নই। প্রথম দুই সেট হেরে ঘুরে দাঁড়াবেন কী, উল্টো কি-না হেরে বসলেন ৬-০ গেমে। টেনিস কোর্টে অনেক রেকর্ডের মালিক এই সুইস তারকাকে সরাসরি সেটে হারিয়ে স্বপ্নের পথচলায় আরেক ধাপ এগিয়ে গেলেন হুবের্ত হুরকাজ। উঠলেন উইম্বলডনের সেমি-ফাইনালে। ২৪ বছর বয়সী এই পোলিশ এবারের উইম্বলডনের আগে কখনও কোনো গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ড পেরুতে পারেননি। সেই তিনিই কি-না এবারে উড়িয়ে দিলেন ফেদেরারকে। ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-০ গেমে জিতলেন হুরকাজ। রাফায়েল নাদালের সঙ্গে যৌথভাবে রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার অল ইংল্যান্ড ক্লাবে আগে কখনও কোনো সেট ৬-০ গেমে হারেননি। সেই তিক্ত স্বাদই এবার পেলেন তিনি। এখানে আটবারের চ্যাম্পিয়ন এই কিংবদন্তি দ্বিতীয় সেটের টাইব্রেকারের ষষ্ঠ গেমে পিছলে গিয়ে ৪-২ এ পিছিয়ে পড়েন। এরপর আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পাননি ৩৯ বছর বয়সী তারকা।
কিংবদন্তিকে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে ওঠার পর হুরকাজের চোখে-মুখে ছিল বিস্ময়, যেন বিশ্বাসই হচ্ছিল না তার। নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেনও ঠিক তাই। “এটা আমার কাছে সুপার স্পেশাল। এখানে খেলতে পারা, যেখানে ফেদেরার কত দারুণ কিছু করেছে, স্বপ্ন সত্যি হলো।” চতুর্দশ বাছাই হুরকাজ দ্বিতীয় পোলিশ হিসেবে গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন। ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ ইতালির মাত্তেও বেরেত্তিনি কিংবা কানাডার ফেলিক্স ওজি আলিয়াসসিমে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফেদেরারকে বিদায় করে সেমি-ফাইনালে হুরকাজ

আপডেট সময় : ১১:৪৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : শেষ কবে এতটা ফিকে দেখা গেছে রজার ফেদেরারকে? পরিসংখ্যানের এক হিসেব বলছে কখনও নই। প্রথম দুই সেট হেরে ঘুরে দাঁড়াবেন কী, উল্টো কি-না হেরে বসলেন ৬-০ গেমে। টেনিস কোর্টে অনেক রেকর্ডের মালিক এই সুইস তারকাকে সরাসরি সেটে হারিয়ে স্বপ্নের পথচলায় আরেক ধাপ এগিয়ে গেলেন হুবের্ত হুরকাজ। উঠলেন উইম্বলডনের সেমি-ফাইনালে। ২৪ বছর বয়সী এই পোলিশ এবারের উইম্বলডনের আগে কখনও কোনো গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ড পেরুতে পারেননি। সেই তিনিই কি-না এবারে উড়িয়ে দিলেন ফেদেরারকে। ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-০ গেমে জিতলেন হুরকাজ। রাফায়েল নাদালের সঙ্গে যৌথভাবে রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার অল ইংল্যান্ড ক্লাবে আগে কখনও কোনো সেট ৬-০ গেমে হারেননি। সেই তিক্ত স্বাদই এবার পেলেন তিনি। এখানে আটবারের চ্যাম্পিয়ন এই কিংবদন্তি দ্বিতীয় সেটের টাইব্রেকারের ষষ্ঠ গেমে পিছলে গিয়ে ৪-২ এ পিছিয়ে পড়েন। এরপর আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পাননি ৩৯ বছর বয়সী তারকা।
কিংবদন্তিকে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে ওঠার পর হুরকাজের চোখে-মুখে ছিল বিস্ময়, যেন বিশ্বাসই হচ্ছিল না তার। নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেনও ঠিক তাই। “এটা আমার কাছে সুপার স্পেশাল। এখানে খেলতে পারা, যেখানে ফেদেরার কত দারুণ কিছু করেছে, স্বপ্ন সত্যি হলো।” চতুর্দশ বাছাই হুরকাজ দ্বিতীয় পোলিশ হিসেবে গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন। ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ ইতালির মাত্তেও বেরেত্তিনি কিংবা কানাডার ফেলিক্স ওজি আলিয়াসসিমে।