ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

ফেইসবুককে বড় জরিমানার হুমকি রাশিয়ার নিয়ন্ত্রকদের

  • আপডেট সময় : ০৯:১৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : রাশিয়ায় ফেইসবুকের বার্ষিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। মস্কোর চোখে ‘বেআইনী’, এমন কন্টেন্ট প্ল্যাটফর্মটি থেকে মুছে না ফেললে ওই জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে রাশিয়ার নিয়ন্ত্রক সংস্থা ‘রসকমনাডজর’ ।
নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, বারবার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ কন্টেন্ট মুছে দিতে ব্যর্থ হয়েছে ফেইসবুক। এই পরিস্থিতিতে, রাশিয়ায় ফেইসবুকের প্রতিনিধিকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করার পরিকল্পনা চলছে বলে বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে সংস্থাটি।
বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে রাশিয়ার ফেইসবুকের বার্ষিক আয়ের পাঁচ থেকে ১০ শতাংশ পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
অন্যদিকে, রাশিয়ার দৈনিক ‘ভেদোমোস্তি’ বলছে, ফেইসবুকের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, তার মধ্যে আছে শিশু নিপীড়ন, মাদকের ব্যবহার, এবং উগ্রবাদী কন্টেন্ট মুছে ফেলায় প্ল্যাটফর্মটির ব্যর্থতা। এই প্রসঙ্গে রয়টার্সকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ফেইসবুক।
রয়টার্স বলছে, পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর রাশিয়া সরকারি আধিপত্য নিশ্চিত করার চেষ্টা করছে বছরখানেকেরও বেশি সময় ধরে। রাশিয়ার ব্যবহারকারীদের ডেটা দেশটির সীমানার মধ্যে জমা করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করার চেষ্টাও করছে দেশটির সরকার।
গত বুধবার ইউটিউবকে ব্লক করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। সম্প্রতি কোভিড নীতিমালা ভঙ্গের অভিযোগে রাশিয়ার সরকারি টেলিভিশন নেটওয়ার্ক আরটি’র জার্মান ভাষার চ্যানেল নিজস্ব প্ল্যাটফর্মে বন্ধ করে দিয়েছে ইউটিউব। এরপরই ভিডিও-হোস্টিং জায়ান্ট প্রতিষ্ঠানটিকে ওই হুমকি দেয় রাশিয়া।
চলতি বছরেই ফেইসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে অপ্রাপ্তবয়স্কদের সরকার-বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানায় এমন কন্টেন্টে মুছে দিতে বলেছিলো রাশিয়া। ক্রেমলিনের সমালোচনার জন্য আলোচিত মুখ অ্যালেক্সেই নাভালনি’র গ্রেপ্তারের পর ওই চিঠি পাঠিয়েছিলো রাশিয়ার কর্তৃপক্ষ।
ভেদোমোস্তি বলছে, বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়া থেকে ফেইসবুকের বার্ষিক আয় এক হাজার দুইশ’ কোটি রুবল। তাৎক্ষণিকভাবে রাশিয়ার দৈনিকটির দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। আদালতের নথিপত্র অনুযায়ী, কন্টেন্ট মুছে দিতে ব্যর্থতার অভিযোগে চলতি বছরেই ফেইসবুকের বিরুদ্ধে ১৭টি প্রশাসনিক মামলা করেছে রসকমনাডজর। কিন্তু বার্ষিক আয়ের হিসেবে জরিমানা ধার্য করা হলে তার পরিমাণ আগের সব জরিমানাকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে রয়টার্স। ভেদোমোস্তি বলছে, “আগের জরিমানাগুলো এখনও পরিশোধ করেনি ফেইসবুক”।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফেইসবুককে বড় জরিমানার হুমকি রাশিয়ার নিয়ন্ত্রকদের

আপডেট সময় : ০৯:১৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১

প্রযুক্তি ডেস্ক : রাশিয়ায় ফেইসবুকের বার্ষিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। মস্কোর চোখে ‘বেআইনী’, এমন কন্টেন্ট প্ল্যাটফর্মটি থেকে মুছে না ফেললে ওই জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে রাশিয়ার নিয়ন্ত্রক সংস্থা ‘রসকমনাডজর’ ।
নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, বারবার নিজস্ব প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ কন্টেন্ট মুছে দিতে ব্যর্থ হয়েছে ফেইসবুক। এই পরিস্থিতিতে, রাশিয়ায় ফেইসবুকের প্রতিনিধিকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করার পরিকল্পনা চলছে বলে বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে সংস্থাটি।
বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে রাশিয়ার ফেইসবুকের বার্ষিক আয়ের পাঁচ থেকে ১০ শতাংশ পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
অন্যদিকে, রাশিয়ার দৈনিক ‘ভেদোমোস্তি’ বলছে, ফেইসবুকের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, তার মধ্যে আছে শিশু নিপীড়ন, মাদকের ব্যবহার, এবং উগ্রবাদী কন্টেন্ট মুছে ফেলায় প্ল্যাটফর্মটির ব্যর্থতা। এই প্রসঙ্গে রয়টার্সকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ফেইসবুক।
রয়টার্স বলছে, পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর রাশিয়া সরকারি আধিপত্য নিশ্চিত করার চেষ্টা করছে বছরখানেকেরও বেশি সময় ধরে। রাশিয়ার ব্যবহারকারীদের ডেটা দেশটির সীমানার মধ্যে জমা করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করার চেষ্টাও করছে দেশটির সরকার।
গত বুধবার ইউটিউবকে ব্লক করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। সম্প্রতি কোভিড নীতিমালা ভঙ্গের অভিযোগে রাশিয়ার সরকারি টেলিভিশন নেটওয়ার্ক আরটি’র জার্মান ভাষার চ্যানেল নিজস্ব প্ল্যাটফর্মে বন্ধ করে দিয়েছে ইউটিউব। এরপরই ভিডিও-হোস্টিং জায়ান্ট প্রতিষ্ঠানটিকে ওই হুমকি দেয় রাশিয়া।
চলতি বছরেই ফেইসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে অপ্রাপ্তবয়স্কদের সরকার-বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানায় এমন কন্টেন্টে মুছে দিতে বলেছিলো রাশিয়া। ক্রেমলিনের সমালোচনার জন্য আলোচিত মুখ অ্যালেক্সেই নাভালনি’র গ্রেপ্তারের পর ওই চিঠি পাঠিয়েছিলো রাশিয়ার কর্তৃপক্ষ।
ভেদোমোস্তি বলছে, বিশেষজ্ঞদের ধারণা, রাশিয়া থেকে ফেইসবুকের বার্ষিক আয় এক হাজার দুইশ’ কোটি রুবল। তাৎক্ষণিকভাবে রাশিয়ার দৈনিকটির দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। আদালতের নথিপত্র অনুযায়ী, কন্টেন্ট মুছে দিতে ব্যর্থতার অভিযোগে চলতি বছরেই ফেইসবুকের বিরুদ্ধে ১৭টি প্রশাসনিক মামলা করেছে রসকমনাডজর। কিন্তু বার্ষিক আয়ের হিসেবে জরিমানা ধার্য করা হলে তার পরিমাণ আগের সব জরিমানাকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে রয়টার্স। ভেদোমোস্তি বলছে, “আগের জরিমানাগুলো এখনও পরিশোধ করেনি ফেইসবুক”।