ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দেবে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়। ২০২১ সালের শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে এ আবেদনপত্র। বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সুযোগ–সুবিধাসমূহ
- সম্পূর্ণ টিউশন ফি,
- বার্ষিক উপবৃত্তি প্রায় ২৭,৫০০ নিউজিল্যান্ড ডলার।
আবেদনের যোগ্যতা:
- আবেদনকারীদের অবশ্যই চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- ওয়েলিংটন ডক্টরাল স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই ৪.০–এর মধ্যে
- কমপক্ষে ৩.০ বা প্রথম বা উচ্চ-শ্রেণির সম্মানের জিপিএ অর্জন করতে হবে।
আবেদন করতে এখানে ক্লিক করুন (যঃঃঢ়ং://িি.িমিঃহ.ধপ.হু/ভমৎ/ধঢ়ঢ়ষু/যড়)ি