দিনাজপুর প্রতিনিধি : সড়কে থামছে না মৃত্যুর মিছিল, বাস-ট্রাকের বেপরোয়া গতি, অবৈধ অতিক্রম, চার্জার রিকশা-অটোকিশার দৌরাত্ম্য, নছিমন-করিমনসহ অবৈধ যানবাহনের অবাদ চলাচলে প্রতিদিন ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা, এতে কেউ হারাচ্ছেন প্রাণ, কেউ আহত হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এর থেকে বাদ পড়েনি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা। অনুসন্ধানে জানা গেছে, দিনাজপুরের ফুলবাড়ীতে গত আট মাসে ৩৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ৩৮টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন, আহত হয়েছেন ৫২ জন। এছাড়াও গ্রামীণ রাস্তায় আরো অনেক ছোট ছোট সড়ক দুর্ঘটনা ঘটার খবর পাওয়া গেছে, যা স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে আপস-মীমাংসা হওয়ায় পুলিশের কাছে খবর আসেনি। ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, চলতি ২০২২ সানের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৮টি, এর মধ্যে জানুয়ারি মাসে ৬টি, ফেব্রুয়ারিতে ২টি, মার্চে ৪টি, এপ্রিলে ৫টি, মে মাসে ৬টি, জুন মাসে ৮টি, জুলাই মাসে ৪টি, আগস্ট মাসে ৪টি। এই ৩৮টি সড়ক দুর্ঘটনার মধ্যে মহাসড়কে বাস-ট্রাক, বাস-পিকআপ, পিকআপ-অটো ও ট্রাক্টর-কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ৬টি। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার ঘটেছে ৪টি, ট্রাক, বাস, ট্রাক্টর ও পিকআপ মোটরসাইকেলকে চাপা দেয়ায় সড়ক দুর্ঘটনা ঘটেছে ১২টি, ভ্যান-রিকশার সাথে বাস-ট্রাকের চাপা দেয়ার ঘটনা ঘটেছে ৮টি, অটো-ট্রাক্টর পিকআপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে ৩টি ও পথচারীকে চাপা দেয়ার ঘটনা ঘটেছে ৫টি। গত ৮মাসে ৩৮টি সড়ক দুর্ঘটনা ঘটলেও থানায় মামলা হয়েছে মাত্র ১২টি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অধিকাংশ ক্ষতিগ্রস্ত পরিবার মামলায় আগ্রহী না হওয়ায় অনেক ঘটনা মামলা দায়ের করা সম্ভব হয়নি। সড়ক-মহাসড়কে চলাচলরত পথচারীরা জানান, বাস-ট্রাকের দ্রুতগতিতে বেপরোয়া চলাচল, যত্রতত্র অতিক্রমের ফলে এই সড়ক দুর্ঘটনা অহরহ ঘটছে বলে দাবি দিনাজপুর জেলা নিরাপদ সড়ক চাই-এর সদস্যদের। পূর্ব নারায়ণপুর গ্রামের আনোয়ার হোসেন বলেন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলাচলরত যানবহন ট্রাক-বাস একই সাথে সারা রাস্তা জুড়ে দখল করে দুটি-তিনটি যানবহন একই সাথে অতিক্রম করে চলাচলা করে, এ সময় সামনে থাকা রিকশা-ভ্যান মোটরসাইকেল আরোহীরা বিপাকে পড়ে যায়, এ সময় জীবন বাচাঁতে খাদে নেমে যেতে বাধ্য হয় ছোট ছোট যানবহনের আরোহীরা। একই অবস্থা শহরের মধ্যেও। রিকশাচালকেরা জানান, বিশেষ করে দূরপাল্লার কোচগুলো পুরো রাস্তা দখল করে বেপরোয়া গতিতে চলাচল করা, যেখানে সেখানে যানবাহন দাঁড় করানো-সহ এ রকম নানা কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। তবে পথচারীরা বলেন দুরপাল্লার বাস-ট্রাকের সাথে পাল্লা দিয়ে চার্জারচালিত ভ্যান-রিকশাগুলোও রাস্তা দখল করে বেপরোয়া গতিতে চলাচল করায় সড়ক দুর্ঘটনা ঘটে। পথচারী প্রভাষক মোমিনুল হক বলেন, তিনি রাস্তার ধার দিয়ে বাজার থেকে হেটে বাড়ি ফেরার পথে একটি দূরপাল্লার বাস আর একটি বাসকে অতিক্রম করার সময় তাকে চাপা দেয়ার অবস্থা সৃষ্টি হয়, এ সময় তিনি দৌড় দিয়ে মাটিতে নেমে যাওয়ায় প্রাণে বেঁচে যান।
ফুলবাড়ীতে ৮ মাসে ৩৮টি সড়ক দুর্ঘটনা, ১৮ জনের প্রাণহানি
ট্যাগস :
ফুলবাড়ীতে ৮ মাসে ৩৮টি সড়ক দুর্ঘটনা
জনপ্রিয় সংবাদ