ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে

  • আপডেট সময় : ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক:  চূড়ান্ত হয়ে গেছে গ্রুপিং, ঠিক হয়ে গেছে সূচি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। মেগা আসরের আবহ তৈরি শুরু হচ্ছে ট্রফি ট্যুর। বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন পূরণ থেকে অনেক দূরে থাকলেও বরাবরের মতো এবারও ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

কোমলপানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে আয়োজিত ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর আগামী ১৪ জানুয়ারি ২০২৬ ঢাকায় পৌঁছাবে। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা মূল ফিফা বিশ্বকাপ ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

দ্য কোকা-কোলা কোম্পানির গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সারস অ্যান্ড পার্টনারশিপ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, ‘কোকা-কোলার উদ্যোগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে আমরা ভক্তদের খেলার হৃদয়ের আরও কাছে নিয়ে আসতে পেরে উচ্ছ্বসিত। এবারের ট্যুর ফুটবলের উত্তেজনা ও আবেগ কাছ থেকে অনুভব করার এক অসাধারণ সুযোগ এনে দিচ্ছে।’

বৈশ্বিক আবেগকে মূল্য দিতেই ফিফার সদস্য বেশিরভাগ দেশে ট্যুর করবে এই ট্রফি। যার অংশ হিসেবে তা বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি, ‘ফুটবল ম্যাচ দেখার সময় যে নানা ধরনের আবেগ তৈরি হয়, সেই পুরো অনুভূতিটিই আমরা উদযাপন করতে চাই। সেই লক্ষ্যেই মূল ফিফা বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে আনা হচ্ছে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। তিনটি আয়োজক দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—জুড়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে থাকছে আগের চেয়ে বেশি দল, বেশি ম্যাচ এবং আরও বড় উদযাপন।

বিশ্বব্যাপী এই সফরের অংশ হিসেবে কোকা-কোলার উদ্যোগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর ৩০টি ফিফা সদস্য দেশের সফর করবে। মোট ১৫০ দিনে ৭৫টি স্থানে থেমে ভক্তদের সামনে হাজির হবে মূল ট্রফিটি—যা জীবনে একবার পাওয়ার মতো অভিজ্ঞতা।

ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি বিশ্বজুড়ে ক্রীড়াজগতের সবচেয়ে বড় প্রতীক হিসেবে স্বীকৃত, আর কোকা-কোলা বিশ্বের অন্যতম পরিচিত ব্র্যান্ড। গত দুই দশকে কোকা-কোলার সঙ্গে আমাদের অংশীদারত্ব ভক্তদের একত্র করেছে এবং এই ট্রফি ট্যুরের মাধ্যমে বিশ্বকাপের জাদু তাদের কাছে পৌঁছে দিয়েছে।’

তিনি জানান, পাঁচটি সংস্করণে এই ট্রফি সফর করেছে ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে ১৮২টিতে। এবারের ট্যুরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ—একদিকে কোকা-কোলার উদ্যোগে ট্রফি ট্যুরের ২০ বছর পূর্তি, অন্যদিকে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপের প্রস্তুতি।

ফুটবলপ্রেমীদের অংশগ্রহণের সুযোগ করে দিতে কোকা-কোলা চালু করেছে একটি ইন্টার‌্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এর মাধ্যমে ভক্তরা মূল ফিফা বিশ্বকাপ ট্রফি দেখার এবং ট্রফির সঙ্গে স্মরণীয় ছবি তোলার সুযোগ পেতে পারেন।

অংশ নিতে হলে ভক্তদের ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর তারা কোকা-কোলার উদ্যোগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের ওয়েবপেজে প্রবেশ করবেন, যেখানে বোতলের ঢাকনার নিচে থাকা ইউনিক কোড শেয়ার করতে হবে এবং ফিফা-থিমের একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে।

প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা হবেন বিজয়ী এবং সঙ্গে সঙ্গে ট্রফি দেখার টিকিট আনলক করতে পারবেন। এই অফার কার্যকর থাকবে ১৫ নভেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। একজন ভোক্তা প্রতি ৯০ মিনিটে একবার টিকিট জিততে পারবেন।

কোকা-কোলার উদ্যোগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর স্থানীয় সম্প্রদায়ে ইতিবাচক প্রভাব তৈরির একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে।

কোকা-কোলার সঙ্গে ফিফার সম্পর্ক শুরু হয় ১৯৭৬ সালে এবং ১৯৭৮ সাল থেকে কোকা-কোলা ফিফা বিশ্বকাপ™-এর আনুষ্ঠানিক পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে।

ওআ/আপ্র/১৭/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে

আপডেট সময় : ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক:  চূড়ান্ত হয়ে গেছে গ্রুপিং, ঠিক হয়ে গেছে সূচি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। মেগা আসরের আবহ তৈরি শুরু হচ্ছে ট্রফি ট্যুর। বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন পূরণ থেকে অনেক দূরে থাকলেও বরাবরের মতো এবারও ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

কোমলপানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে আয়োজিত ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর আগামী ১৪ জানুয়ারি ২০২৬ ঢাকায় পৌঁছাবে। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা মূল ফিফা বিশ্বকাপ ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

দ্য কোকা-কোলা কোম্পানির গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সারস অ্যান্ড পার্টনারশিপ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, ‘কোকা-কোলার উদ্যোগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে আমরা ভক্তদের খেলার হৃদয়ের আরও কাছে নিয়ে আসতে পেরে উচ্ছ্বসিত। এবারের ট্যুর ফুটবলের উত্তেজনা ও আবেগ কাছ থেকে অনুভব করার এক অসাধারণ সুযোগ এনে দিচ্ছে।’

বৈশ্বিক আবেগকে মূল্য দিতেই ফিফার সদস্য বেশিরভাগ দেশে ট্যুর করবে এই ট্রফি। যার অংশ হিসেবে তা বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি, ‘ফুটবল ম্যাচ দেখার সময় যে নানা ধরনের আবেগ তৈরি হয়, সেই পুরো অনুভূতিটিই আমরা উদযাপন করতে চাই। সেই লক্ষ্যেই মূল ফিফা বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে আনা হচ্ছে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। তিনটি আয়োজক দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—জুড়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে থাকছে আগের চেয়ে বেশি দল, বেশি ম্যাচ এবং আরও বড় উদযাপন।

বিশ্বব্যাপী এই সফরের অংশ হিসেবে কোকা-কোলার উদ্যোগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর ৩০টি ফিফা সদস্য দেশের সফর করবে। মোট ১৫০ দিনে ৭৫টি স্থানে থেমে ভক্তদের সামনে হাজির হবে মূল ট্রফিটি—যা জীবনে একবার পাওয়ার মতো অভিজ্ঞতা।

ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি বিশ্বজুড়ে ক্রীড়াজগতের সবচেয়ে বড় প্রতীক হিসেবে স্বীকৃত, আর কোকা-কোলা বিশ্বের অন্যতম পরিচিত ব্র্যান্ড। গত দুই দশকে কোকা-কোলার সঙ্গে আমাদের অংশীদারত্ব ভক্তদের একত্র করেছে এবং এই ট্রফি ট্যুরের মাধ্যমে বিশ্বকাপের জাদু তাদের কাছে পৌঁছে দিয়েছে।’

তিনি জানান, পাঁচটি সংস্করণে এই ট্রফি সফর করেছে ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে ১৮২টিতে। এবারের ট্যুরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ—একদিকে কোকা-কোলার উদ্যোগে ট্রফি ট্যুরের ২০ বছর পূর্তি, অন্যদিকে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপের প্রস্তুতি।

ফুটবলপ্রেমীদের অংশগ্রহণের সুযোগ করে দিতে কোকা-কোলা চালু করেছে একটি ইন্টার‌্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এর মাধ্যমে ভক্তরা মূল ফিফা বিশ্বকাপ ট্রফি দেখার এবং ট্রফির সঙ্গে স্মরণীয় ছবি তোলার সুযোগ পেতে পারেন।

অংশ নিতে হলে ভক্তদের ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর তারা কোকা-কোলার উদ্যোগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের ওয়েবপেজে প্রবেশ করবেন, যেখানে বোতলের ঢাকনার নিচে থাকা ইউনিক কোড শেয়ার করতে হবে এবং ফিফা-থিমের একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে।

প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা হবেন বিজয়ী এবং সঙ্গে সঙ্গে ট্রফি দেখার টিকিট আনলক করতে পারবেন। এই অফার কার্যকর থাকবে ১৫ নভেম্বর ২০২৫ থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। একজন ভোক্তা প্রতি ৯০ মিনিটে একবার টিকিট জিততে পারবেন।

কোকা-কোলার উদ্যোগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর স্থানীয় সম্প্রদায়ে ইতিবাচক প্রভাব তৈরির একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে।

কোকা-কোলার সঙ্গে ফিফার সম্পর্ক শুরু হয় ১৯৭৬ সালে এবং ১৯৭৮ সাল থেকে কোকা-কোলা ফিফা বিশ্বকাপ™-এর আনুষ্ঠানিক পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে।

ওআ/আপ্র/১৭/১২/২০২৫