সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফুটপাত থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় ওই নবজাতকের মা কিংবা বাবা কাউকে পাওয়া যায়নি। বর্তমানে ওই নবজাতক শিশুটি প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। পাশাপাশি শিশুটিকে দত্তক দেওয়ার প্রস্তুতি চলছে।
সোমবার (৬ অক্টোবর) রাত ২টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন। পরে নবজাতককে উল্লাপাড়া কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে নবজাতককে ঘিরে স্থানীয়দের ব্যাপক আগ্রহ দেখা গেছে। ফুটপাতে জন্ম নেওয়া এই কন্যাশিশুই হয়ে উঠেছে এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, শিশু কল্যাণ বোর্ডের সদস্যদের নিয়ে মিটিং করা হবে। যারা দত্তক নিতে চান, তারা আবেদন করতে পারবেন। এরপর আবেদন যাচাই করে শিশুটিকে একটি উপযুক্ত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যদি সিরাজগঞ্জে উপযুক্ত পরিবার পাওয়া না যায়, তবে শিশুটিকে রাজশাহীর বেবি হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি নিয়ে আমরা মিটিং করছি। মিটিং শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
কেউ শিশুটিকে দত্তক নিতে চাইলে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এক্ষেত্রে একটি আবেদন করতে হবে। পাশাপাশি ওই আবেদন পত্রে সব বিষয়ের বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। এরপর উপজেলা শিশু কল্যাণ বোর্ড সব আবেদন যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
এসি/আপ্র/০৭/১০/২০২৫