নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল রাস্তা সংলগ্ন ফুটপাতে অবৈধ দোকান দক্ষিণ সিটি কর্পোরেশন বারবার ভেঙে দিলেও কিছুক্ষণ পরে আবার ভ্রাম্যমাণ দোকানগুলো নির্দিষ্ট জায়গায় বসিয়ে ব্যবসা চালিয়ে যায়। এই ব্যাপারে হাসপাতাল পরিচালক ও দক্ষিণ সিটি কর্পোরেশনের থেকে স্থায়ী সমাধানের জন্য শীঘ্রই দুই পক্ষ বসবেন বলে সম্মতি প্রকাশ করেছেন।
গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে গত কয়েকদিনের মতো দক্ষিণ সিটি করপোরেশন জরুরি বিভাগ সংলগ্ন রাস্তার থেকে শহীদ মিনার পর্যন্ত অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে। পরে অবৈধ দোকানের পরিত্যাক্ত মালামালগুলো সিটি করপোরেশনের ট্রাকে করে তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যায়।
হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, দক্ষিণ সিটি করপোরেশন বেশ কয়েকদিন ধরে হাসপাতাল সংলগ্ন ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ করলেও এর কিছুক্ষণ পরে তারা আবার নিজ নিজ স্থানে দোকানে বসিয়ে ব্যবসা শুরু করে দেয়।
সূত্রটি আরো দাবি করেন, হাসপাতালের সামনে ফুটপাতে দোকান ব্যবসা করেন যারা, তারা প্রায় সকলে হাসপাতালে কারো না কারো স্টাফের আত্মীয়-স্বজন। হাসপাতালের সামনে ফুটপাতে তারা যুগ যুগ ধরে ব্যবসা করে আসছে। অবৈধ দোকানগুলোর নিয়ন্ত্রণের একজন লাইনম্যান আছে। সে প্রতি দোকান থেকে প্রতিদিন নির্দিষ্ট আকারে টাকা উত্তোলন করে থাকে।
এই উচ্ছেদ অভিযানের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ১) উপসচিব মেরীনা নাজনীন। উচ্ছেদ অভিযান চলার সময় সেখানে উপস্থিত হন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। পরে তারা উচ্ছেদের স্থায়ী সমাধান নিয়ে খুব শীঘ্রই দক্ষিণ সিটি কর্পোরেশন ও হাসপাতাল কর্তৃপক্ষ একটি আলোচনার সিদ্ধান্ত নেন।
এ সময় ঢামেক পরিচালক বলেন, হাসপাতাল সংলগ্ন রাস্তায় সিটি করপোরেশনের দায়িত্বে, আমাদের হাসপাতালে গ-ির মধ্যে অবৈধ দোকান নেই।
ফুটপাতে অবৈধ দোকান : ঢামেক ও সিটি করপোরেশন আলোচনায় বসছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ