বিনোদন ডেস্ক : টালিগঞ্জের ‘ডিকশনারি’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে ভারতের অন্যতম প্রাচীন চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছেন ঢাকার অভিনেতা মোশাররফ করিম। পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র নিয়ে আয়োজিত ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২১’-এ সমালোচকদের চোখে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিম। তিনি ছাড়াও সমালোচকদের চোখে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসান, গীতিকার হিসেবে গীতিকার আসিফ ইকবাল ও সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ) হিসেবে মাহতিম সাকিব মনোনয়ন পেয়েছেন বলে সোমবার জানিয়েছে ফিল্মফেয়ার। বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে পশ্চিমবঙ্গের নির্মাতা ব্রাত্য বসুর পরিচালনায় ‘ডিকশনারি’ সিনেমায় অভিনয় করে টালিগঞ্জে পা ফেলেছেন মোশাররফ করিম। সিনেমাটি গত বছরের ১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে; বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সমালোচকদের চোখে সেরা অভিনেতা হিসেবে মোশাররফ করিম ছাড়াও মনোনয়ন পেয়েছেন অর্জুন চক্রবর্তী (অভিযাত্রিক), অনির্বাণ ভট্টাচার্য (ড্রাকুলা স্যার), ঋত্বিক চক্রবর্তী (বিনিসুতোয়), শ্বাশত চ্যাটার্জি (হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী) ও সৌমিত্র চট্টোপাধ্যায় (বরুণবাবুর বন্ধুরা)। টালিগঞ্জের ‘গল্প হলেও সত্যি’ চলচ্চিত্রে ‘মায়ার কাঙাল’ শিরোনামে গান লিখে এবার মনোনয়ন পেলেন আসিফ ইকবাল।
তিনি ছাড়াও এ বিভাগে মনোনয়ন পেয়েছেন ‘যে ক’টা দিন’ গানের জন্য অনুপম রায় (দ্বিতীয় পুরুষ), ‘বেহায়া’ গানের জন্য নিলাঞ্জন চক্রবর্তী (একান্নবর্তী), ‘আবার জন্ম নেবো’ গানের জন্য সাকী ব্যানার্জি (ড্রাকুলা স্যার), ‘তাকে অল্প কাছে ডাকছি’ গানের জন্য শিবব্রত বিশ্বাস (প্রেম টেম) ও ‘রাসের গানের’র জন্য শ্রীজাত (গোলন্দাজ)। ‘প্রেম টেম’ সিনেমার ‘তাকে অল্প কাছে ডাকছি’ গানের জন্য সেরা প্লেব্যাক শিল্পী হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকার তরুণ গায়ক মাহতিম সাকিব। তিনি ছাড়াও মনোনয়ন পেয়েছেন ‘প্রিয়তমা’ গানের জন্য অনির্বাণ ভট্টাচার্য (ড্রাকুলা স্যার), ‘তোমারই তো কাছে’ গানের জন্য অনিন্দ্য চ্যাটার্জি (প্রেম টেম), ‘টনিক’ সিনেমার শীর্ষ সংগীতের জন্যও মনোনয়ন পেয়েছেন অনিন্দ্য, ‘যে ক’টা দিন’ গাওয়ার জন্য অনুপম রায় ও ‘মায়ার কাঙাল’র জন্য ইশান মিত্র ও ‘রাসের গান’-এর জন্য শোভন গাঙ্গুলি। ভারতজুড়ে বিভিন্ন অঞ্চলের সিনেমার জন্য প্রতি বছর ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া হয়। ২০১৪ সালে বাংলা, অসমীয়া ও ওড়িয়া চলচ্চিত্রের জন্য পুরস্কার চালু করা হয়। ২০১৫ ও ২০১৬ সালে বন্ধ থাকার পর ২০১৭ সাল থেকে শুধু বাংলা সিনেমা নিয়ে চালু হয়। ১৭ মার্চ কলকাতায় ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২১’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে মোশাররফ করিম
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ