ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল। আসন্ন এই সিরিজে ব্যাটে কিংবা বলে নয়, ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তা করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইটে ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেন তিনি। নিউজিল্যান্ড সফরে কোনো অর্জন নেই তামিম ইকবালদের। ব্যাটিং কিংবা বোলিংয়ের চেয়ে ফিল্ডিংয়েই বেশি ভোগান্তিতে পড়ে বাংলাদেশ দল। এরপর শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজেও বাজে ফিল্ডিংয়ের নমুনা দেখিয়েছেন মুমিনুল হকরা। তাই আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিতে এ বিষয়টির দিকেই বাড়তি মনোযোগ ওয়ানডে অধিনায়ক তামিমের। ঘরের মাঠে সবশেষ ওয়ানডে সিরিজ জিতলেও, তিন ফরম্যাট মিলে শেষ দশ ম্যাচে জয় নেই বাংলাদেশের। এক্ষেত্রে বড় দায় সেই ফিল্ডিংয়েরই।
সম্প্রতি ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা সম্ভবত এমন এক জায়গা যা নিয়ে আমি সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছি। যদি শেষ পাঁচ মাসে আপনি আমাদের দেখেন, তাহলে দেখবেন ব্যাটিং-বোলিংয়ের চেয়ে ফিল্ডিংই সবচেয়ে বেশি ম্যাচ হারিয়েছে আমাদের। ঘরের মাঠে দুটো টেস্ট (উইন্ডিজের বিপক্ষে), কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে, আমাদের বড় সুযোগগুলো এসেছিল ফিল্ডিংয়েই। এ থেকে উত্তরণের একটা উপায়ও ভেবে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক। বললেন, আর সব দলের মতো হয়তো আমাদের সবাই খুব ভালো ফিল্ডার না। কিন্তু ভালো ফিল্ডার আছে আমাদের। আমাদের সক্ষমতা অনুযায়ী, যে-ই গুরুত্বপূর্ণ জায়গায় ফিল্ডিং করছে, সুযোগগুলো কাজে লাগাতে হবে। ভালো ক্যাচ নিতে হবে, দারুণ একটা দুটো রানআউট করতে হবে। যদি সেটা করতে পারি, তাহলে দেখবেন আরো বেশি ম্যাচ জিততে পারব। তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডে শুরু হবে রোববার। একদিন বিরতির পর দ্বিতীয় ওয়ানডেতে দু’দল মাঠে নামবে ২৫ মে। আর সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে মে মাসের ২৮ তারিখ।
ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তায় তামিম
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ