ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ফিলিস্তিনে হামলায় প্রতিবাদ জানালেন বুবলী

  • আপডেট সময় : ১০:৫৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ১৭৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় প্রতিদিন চলছে ধ্বংসযজ্ঞ, ঘটছে প্রাণহানি। সর্বশেষ ৩৩ জন প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে শুরু হওয়া সংকটের পর এটি একদিনে সেখানে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশটিতে নারকীয় তা-ব চলেছে ইসরায়েলের! ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ, ভাবতেই গা শিওরে ওঠে। বুবলী আরও লেখেন, নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহিতা চাওয়ারও কেউ নেই! এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তা-ব? বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ফিলিস্তিনে হামলায় প্রতিবাদ জানালেন বুবলী

আপডেট সময় : ১০:৫৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১

বিনোদন ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় প্রতিদিন চলছে ধ্বংসযজ্ঞ, ঘটছে প্রাণহানি। সর্বশেষ ৩৩ জন প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে শুরু হওয়া সংকটের পর এটি একদিনে সেখানে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, করোনার এই সময় যখন মানবিকতা, মহানুভবতা, ভালোবাসা, মায়া-মমতার এক নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে ঠিক তখনই উল্টো এক চিত্র ফিলিস্তিনে! রমজান মাস এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশটিতে নারকীয় তা-ব চলেছে ইসরায়েলের! ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। দফায় দফায় বিমান হামলায় শিশুদের সারি সারি লাশ, মানুষের ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীর! উফ, ভাবতেই গা শিওরে ওঠে। বুবলী আরও লেখেন, নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলিরা হত্যা করছে ফিলিস্তিনিদের। যেন পৃথিবীর বুকে জবাবদিহিতা চাওয়ারও কেউ নেই! এভাবে আর কত হামলা হলে বিশ্বনেতাদের ঘুম ভাঙবে? জাগবে বিশ্ববিবেক? কবে থামবে নারকীয় এই তা-ব? বন্ধ হোক গণহত্যা। জয় হোক মানবতার। তৈরি হোক ভালোবাসার পৃথিবী।