বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ ফিলিস্তিনে চলমান নৃশংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে এর জন্য ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন। খবর মকতব মিডিয়ার।
সম্প্রতি চেন্নাইয়ে ফিলিস্তিনে ইসরায়েলের ‘গণহত্যার’ বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়।
অভিনেতা প্রকাশ রাজ বলেন, ফিলিস্তিনিদের সাথে যে অন্যায় হয়েছে, তার জন্য ইসরায়েল এককভাবে দায়ী নয়। এজন্য দায়ী যুক্তরাষ্ট্র। নরেন্দ্র মোদির নিশ্চুপ অবস্থানও দায়ী।
তিনি আরও বলেন, যখন আমাদের শরীরে কোনো ক্ষত তৈরি হয়, যদি আমি নীরব থাকি, তা শুধু আরও খারাপ হয়। অনুরূপভাবে, যদি কোনো জাতি ক্ষতগ্রস্ত হয় এবং আমরা নীরব থাকি, সেই নীরবতাই জাতিকে আরও ক্ষতিগ্রস্ত করবে।
যুদ্ধের মানবিক ক্ষতির কথা তুলে ধরে হৃদয়বিদারক কবিতা পাঠ করেন অভিনেতা প্রকাশ রাজ। তিনি বলেন, যুদ্ধ শেষ হবে। নেতারা হাত মেলাবে এবং চলে যাবে। বাস্তবতা হচ্ছে কিন্তু কোথাও একজন বৃদ্ধা মা তার ছেলের অপেক্ষায় থাকবে, একজন স্ত্রী তার স্বামীর অপেক্ষায় থাকবে, আর সন্তানরা তাদের পিতার অপেক্ষায় থাকবে।
প্রসঙ্গত, একযোগে চার দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরও বিক্ষোভ অব্যাহত রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি, আন্তর্জাতিক আদালতে তেলআবিবের বিচারের দাবিতে চলছে এই আন্দোলন। চলতি সপ্তাহের শুরু থেকেই ইতালি, গ্রিস, ভারতসহ বিভিন্ন দেশে জোরালো হয়েছে বিক্ষোভ।
ওআ/আপ্র/২২/০৯/২০২৫