ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর

  • আপডেট সময় : ০১:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

আল জাজিরা : ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শহরে এক শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার দিবাগত মধ্যরাতে শহরে সামরিক অভিযানকালে ১৬ বছরের ওই কন্যাশিশুকে গুলি করে হত্যা করে তারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শিশুটির নাম জানা মাজদি জাকারনেহ।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুলি করে হত্যার সময় শিশু জাকারনেহ তার নিজ বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শিশুটির মাথায় গুলি করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছে।
স্থানীয় সময় রবিবার রাত ১০টার দিকে জেনিন শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলের বিশেষ বাহিনী। এ সময় সেখানে ধরপাকড় চালায় তারা। এক পর্যায়ে তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একজন ফিলিস্তিনি নারী নিহত হওয়ার অভিযোগ সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
২০২২ সালে ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় ৫০টিরও বেশি শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী। এ তালিকায় সর্বশেষ সংযোজন জানা মাজদি জাকারনেহ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ এই মুহূর্তে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার দিকে হাঁটছে

ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর

আপডেট সময় : ০১:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

আল জাজিরা : ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শহরে এক শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার দিবাগত মধ্যরাতে শহরে সামরিক অভিযানকালে ১৬ বছরের ওই কন্যাশিশুকে গুলি করে হত্যা করে তারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শিশুটির নাম জানা মাজদি জাকারনেহ।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুলি করে হত্যার সময় শিশু জাকারনেহ তার নিজ বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শিশুটির মাথায় গুলি করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছে।
স্থানীয় সময় রবিবার রাত ১০টার দিকে জেনিন শহর এবং সেখানকার শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলের বিশেষ বাহিনী। এ সময় সেখানে ধরপাকড় চালায় তারা। এক পর্যায়ে তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, একজন ফিলিস্তিনি নারী নিহত হওয়ার অভিযোগ সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
২০২২ সালে ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় ৫০টিরও বেশি শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী। এ তালিকায় সর্বশেষ সংযোজন জানা মাজদি জাকারনেহ।