আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, হাজার হাজার নিরীহ নিরপরাধ মানুষকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৭ এপ্রিল ) বেলা ১১টায় শিক্ষার্থী-জনতার ব্যানারে শহরের শহীদ আসিফ চত্ত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় বক্তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, নারী-শিশুসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষদের এই বর্বর ইসরাইলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বক্তারা আরো বলেন, গণহত্যার জন্য ইসরাইল ও নেতানিয়াহু সরকারের বিচার করতে হবে।
ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। সৌদি আরবসহ বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে এক হয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র পুনঃগঠনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসরাইলকে তার উপযুক্ত জবাব দিতে হবে। জাতিসংঘসহ সকল রাষ্ট্রকে অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় বিক্ষোভ সমাবেশে।