ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফিলিপিন্সে সামরিক বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৫০

  • আপডেট সময় : ১২:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ১৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপিন্স বিমান বাহিনীর বিধ্বস্ত বিমানের ৯৬ আরোহীর সবার খোঁজ পাওয়া গেছে, এদের মধ্যে ৪৭ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন।
রোববারের এ ঘটনায় বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে ভূমিতে থাকা তিন বেসামরিক নিহত এবং আরও চার জন আহত হয়েছেন বলে দেশটির জাতীয় প্রতিরক্ষা বিভাগের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে সব যাত্রীর খোঁজ পাওয়ার কথা জানান ফিলিপিন্সের সামরিক বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা।
আহতরা সবাই এবং নিহতদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য বলে রয়টার্সকে জানিয়েছেন তিনি।
সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল এডগার্ড এরেভালো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের লকহিড কোম্পানির তৈরি সি-১৩০ সামরিক পরিবহন বিমানটি ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের জোলো বিমানবন্দরে নামার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়।
সুলু প্রদেশে ইসলামপন্থি বিদ্রোহীদের সঙ্গে ফিলিপিন্সের সামরিক বাহিনীর দীর্ঘদিন ধরে লড়াই চলছে। বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের জন্যই বিমানটিতে করে নতুন সৈন্যদের নিয়ে আসা হয়েছিল।
ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনজানা জানিয়েছেন, ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
বিমানটি হামলার শিকার হয়েছে, এমন কোনো ইঙ্গিত পায়নি দেশটির সামরিক বাহিনী।
রাজধানী ম্যানিলা থেকে ৯৫০ কিলোমিটার দূরে সুলুতে জঙ্গি গোষ্ঠী আবু সায়াফের শক্ত অবস্থান আছে। দস্যুতা ও জলদস্যুতার জন্যও গোষ্ঠীটির কুখ্যাতি আছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফিলিপিন্সে সামরিক বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৫০

আপডেট সময় : ১২:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপিন্স বিমান বাহিনীর বিধ্বস্ত বিমানের ৯৬ আরোহীর সবার খোঁজ পাওয়া গেছে, এদের মধ্যে ৪৭ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন।
রোববারের এ ঘটনায় বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানে ভূমিতে থাকা তিন বেসামরিক নিহত এবং আরও চার জন আহত হয়েছেন বলে দেশটির জাতীয় প্রতিরক্ষা বিভাগের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে সব যাত্রীর খোঁজ পাওয়ার কথা জানান ফিলিপিন্সের সামরিক বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা।
আহতরা সবাই এবং নিহতদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য বলে রয়টার্সকে জানিয়েছেন তিনি।
সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল এডগার্ড এরেভালো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের লকহিড কোম্পানির তৈরি সি-১৩০ সামরিক পরিবহন বিমানটি ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের জোলো বিমানবন্দরে নামার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়।
সুলু প্রদেশে ইসলামপন্থি বিদ্রোহীদের সঙ্গে ফিলিপিন্সের সামরিক বাহিনীর দীর্ঘদিন ধরে লড়াই চলছে। বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানের জন্যই বিমানটিতে করে নতুন সৈন্যদের নিয়ে আসা হয়েছিল।
ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনজানা জানিয়েছেন, ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
বিমানটি হামলার শিকার হয়েছে, এমন কোনো ইঙ্গিত পায়নি দেশটির সামরিক বাহিনী।
রাজধানী ম্যানিলা থেকে ৯৫০ কিলোমিটার দূরে সুলুতে জঙ্গি গোষ্ঠী আবু সায়াফের শক্ত অবস্থান আছে। দস্যুতা ও জলদস্যুতার জন্যও গোষ্ঠীটির কুখ্যাতি আছে।