ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দুতার্তের কন্যা

  • আপডেট সময় : ০১:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের বিদায়ী ও আলোচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কনিষ্ঠ কন্যা সারা দুতার্তে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন।
গত রোববার তার শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সারা দুতার্তে দাভাওয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে ফিলিপাইনকে একত্রিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ৪৪ বছর বয়সী সারা দুতার্তে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এর আগে। এবারের নির্বাচনে নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, দুতার্তেকে রানিং মেট হিসেবে রাখেন। মার্কোস জুনিয়র ৩০ জুন ম্যানিলাতে শপথগ্রহণ করবেন। বলা হচ্ছে, সারা দুতার্তের ছয় বছরের সফর শুরু হচ্ছে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে আগামী ৩০ জুন থেকে। গত মে মাসের নির্বাচনে প্রার্থী হিসাবে এই জুটি একটি শক্তিশালী জোট গঠন করে এবং ঐক্যের বার্তা পৌঁছাতে সক্ষম হয়। যদিও ফিলিপাইনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট আলাদাভাবে নির্বাচিত হন। রদ্রিগো দুতার্তে একজন বিতর্কিত ও সাহসী ব্যক্তিত্বের অধিকারী প্রেসিডেন্ট ছিলেন যিনি ২০১৬ সালে ক্ষমতায় আসার পর অপরাধ প্রবণতা কমিয়ে আনা ও মাদক ব্যবসার লাগাম টানার প্রতিশ্রুতি দেন এবং সেভাবেই কাজ করেন। তবে সমালোচকরা বলেন পাঁচ বছর ক্ষমতায় থাকাকালীন দুতার্তে পুলিশকে বিচারবহির্ভূত হত্যাকা- ঘটাতে উৎসাহিত করেন। অথচ যাকে তিনি ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ বলে অভিহিত করে থাকেন। আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালতও অভিযান চালানোর সময় হাজার হাজার হত্যাকা-ের তদন্ত করছেন। দুতার্তে নির্বাচনের প্রথমদিকে বলেছিলেন যে তিনি ভাইস-প্রেসিডেন্ট হিসাবে দাঁড়াবেন। তবে পরে তার মন পরিবর্তন হয় এবং রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেন। কন্যা সারা দুর্তাতের শপথগ্রহণ অনুষ্ঠানেও দেখা গেছে তাকে। ফিলিপাইনের সাবেক একনায়ক ফার্দিনান্দ মার্কোস ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে ৬৪ বছর বয়সী ফার্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র এবার প্রেসিডেন্ট হয়েছেন দেশটির। ৩৬ বছর পর আবারও একই পরিবারের হাতে ক্ষমতা ফিরে এসেছে দেশটিতে। আগামীতে ফিলিপাইনের পরিস্থিতির কতটা উন্নতি ঘটবে তা নিয়ে শঙ্কা রয়েছে বামপন্থী ও মানবাধিকার সংগঠনগুলোর। সূত্র: বিবিসি

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দুতার্তের কন্যা

আপডেট সময় : ০১:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের বিদায়ী ও আলোচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কনিষ্ঠ কন্যা সারা দুতার্তে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেছেন।
গত রোববার তার শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সারা দুতার্তে দাভাওয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে ফিলিপাইনকে একত্রিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ৪৪ বছর বয়সী সারা দুতার্তে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এর আগে। এবারের নির্বাচনে নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, দুতার্তেকে রানিং মেট হিসেবে রাখেন। মার্কোস জুনিয়র ৩০ জুন ম্যানিলাতে শপথগ্রহণ করবেন। বলা হচ্ছে, সারা দুতার্তের ছয় বছরের সফর শুরু হচ্ছে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে আগামী ৩০ জুন থেকে। গত মে মাসের নির্বাচনে প্রার্থী হিসাবে এই জুটি একটি শক্তিশালী জোট গঠন করে এবং ঐক্যের বার্তা পৌঁছাতে সক্ষম হয়। যদিও ফিলিপাইনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট আলাদাভাবে নির্বাচিত হন। রদ্রিগো দুতার্তে একজন বিতর্কিত ও সাহসী ব্যক্তিত্বের অধিকারী প্রেসিডেন্ট ছিলেন যিনি ২০১৬ সালে ক্ষমতায় আসার পর অপরাধ প্রবণতা কমিয়ে আনা ও মাদক ব্যবসার লাগাম টানার প্রতিশ্রুতি দেন এবং সেভাবেই কাজ করেন। তবে সমালোচকরা বলেন পাঁচ বছর ক্ষমতায় থাকাকালীন দুতার্তে পুলিশকে বিচারবহির্ভূত হত্যাকা- ঘটাতে উৎসাহিত করেন। অথচ যাকে তিনি ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ বলে অভিহিত করে থাকেন। আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালতও অভিযান চালানোর সময় হাজার হাজার হত্যাকা-ের তদন্ত করছেন। দুতার্তে নির্বাচনের প্রথমদিকে বলেছিলেন যে তিনি ভাইস-প্রেসিডেন্ট হিসাবে দাঁড়াবেন। তবে পরে তার মন পরিবর্তন হয় এবং রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেন। কন্যা সারা দুর্তাতের শপথগ্রহণ অনুষ্ঠানেও দেখা গেছে তাকে। ফিলিপাইনের সাবেক একনায়ক ফার্দিনান্দ মার্কোস ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে ৬৪ বছর বয়সী ফার্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র এবার প্রেসিডেন্ট হয়েছেন দেশটির। ৩৬ বছর পর আবারও একই পরিবারের হাতে ক্ষমতা ফিরে এসেছে দেশটিতে। আগামীতে ফিলিপাইনের পরিস্থিতির কতটা উন্নতি ঘটবে তা নিয়ে শঙ্কা রয়েছে বামপন্থী ও মানবাধিকার সংগঠনগুলোর। সূত্র: বিবিসি