রাজশাহী সংবাদদাতা : ২০২৪ সালে নানাবিধ ঘটনায় আলোচনায় ছিল রাজশাহী জেলা। শিক্ষার্থীদের বই উৎসবের মধ্য দিয়ে শুরু হয় নতুন বছর। এরপর বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে চলে হামলা, মামলা, ভাঙচুরের ঘটনা। আলোচনায় ছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির ট্রাক চৌধুরী সাহেবের কাছে হেরে যাওয়ার ঘটনা।
জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি, হামলা, মামলার ইতি ঘটে আগস্টের প্রথম সপ্তাহে। শুধু তাই নয়, ১৫ পুলিশ সদস্যকে হত্যা, প্রশিক্ষণরত শিক্ষানবিশ পুলিশ সদস্যদের শোকজ, বরখাস্ত ও অব্যাহতির মতো ঘটনা ছিল আলোচনায়। বছরের শেষ ভাগে ব্যাপক আলোচনায় ছিল রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএসের ২৫ জনকে শোকজ করা হয়। এছাড়াও একাডেমিতে প্রশিক্ষণরত ৫৯ জন ক্যাডেট উপ-পরিদর্শককে (এসআই) শোকজ করা হয়।
তার কিছু দিন আগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরি থেকে পুলিশের ২৫২ জন প্রশিক্ষণার্থী উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়। গেল ৭ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা ৪৯ নম্বর ওয়ার্ডে নিজেদের কক্ষের ভেতরে এক রোগীর স্বজনকে মারপিট করেন। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এছাড়া গত ২৩ মে নিজের জমাকৃত টাকার না পেয়ে তানোর পোস্ট অফিসে পারুল বেগম নামে এক নারীর আত্মহত্যার চেষ্টার ঘটনা ছিল আলোচনায়।
কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি, হামলা, মামলার মধ্য দিয়ে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সরকার পতনের পর গা ঢাকা দেওয়া রাজশাহীর এমপি, প্রতিমন্ত্রী, ও মেয়রের নামে মামলা হয়। একে একে গ্রেপ্তার হয়েছেন অনেকেই। গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ৫ আগস্টে থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটলেও পরবর্তিতে অনেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অস্ত্র জমা দেয়। ৭ সেপ্টেম্বর নগরীর বিনোদপুরে জনতার হামলায় সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদের মৃত্যু হয়।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের মর্গের সামনে পাঁচ দিনের কন্যা সন্তানকে কোলে মাসুদের স্ত্রী মোসা. বিউটি আরার ছবি আলোচনায় ছিল দেশজুড়ে। এছাড়া ২৭ অক্টোবর রাজশাহী সরকারি মহিলা কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়াকে মারধর করে পুলিশে দেয় শিক্ষার্থীরা। পিয়াকে পুলিশের ভ্যানে তোলার সময় তিনি দলীয় স্লোগান দিতে থাকেন।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া বছরজুড়ে পদ্মায় কয়েকটি নৌকা ডুবিতে নিহতদের স্বজনদের আহাজারিতে ভারি ছিল পদ্মার পাড়। রাজশাহী বিভাগের সব জেলায় জুলাই-আগস্ট আন্দোলনে হতাহতের ঘটনা ঘটেছে। উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটেছে সিরাজগঞ্জ জেলায়। ৫ আগস্টের আগে-পরে আওয়ামী লীগের নেতাদের পলায়নের ঘটনাগুলোও ছিল উল্লেখযোগ্য।
চিকিৎসকের গুলিতে শিক্ষার্থী আহত, গণশুনানিতে সাবেক সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলকের ওসিকে হেনস্তাও ছিল আলোচনায়। এছাড়া বছরের শুরুর দিকে শীতের তীব্রতা বাড়ায় বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত ঘটনা
২০২৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল আলোচনায়। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো, নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এএইচএম কামরুজ্জামান হলের অডিটডিরয়ামের ধসের ঘটনা। এতে আহত হন ৫ নির্মাণশ্রমিক। হলের নির্মাণকাজে অনিয়মের অভিযোগে দুদক অভিযান চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল খেলায় ক্যাচ ধরাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ম্যাচটি পণ্ড হয়ে যায়। পরে আলোক সল্পতার কারণ দেখিই দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিতে এসে ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়েন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবসহ অন্য নেতাকর্মীরা। সেদিন প্রথম ছাত্রলীগমুক্ত হয় ক্যাম্পাস। ১৭ জুলাই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে তালা দেন বিভিন্ন দাবিতে, পরে পুলিশ-র্যাব যৌথ অভিযান চালিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে উদ্ধার করে উপাচার্যকে। ৫ আগস্ট সরকার পতনের পর রাবি প্রশাসনে থাকা উপাচার্যসহ ৭৫ জন একযোগে পদত্যাগ করেন, আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে আন্তঃবিভাগ ফুটবল খেলায় স্লেজিংকে কেন্দ্র করে সংঘর্ষে সাংবাদিকসহ আহত হন ১০ জন শিক্ষক-শিক্ষার্থী।
ডিসেম্বরে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের সনদ বাতিলসহ ২৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও সাতজন সাধারণ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়।