বিনোদন ডেস্ক: রাজনৈতিক অস্থিরতা সত্বেও এবছর অর্ধশতাধিক বাংলা চলচ্চিত্র মুক্তি পেয়েছে। জনপ্রিয়তাও পেয়েছে বেশকিছু ছবি। তার পাশাপাশি ভিন্ন ধারা ছবিও তৈরি হয়েছে অনেক। বিশেষ করে বাংলাদেশে গল্প নির্ভর ভিন্ন ধারার বেশকিছু চলচ্চিত্রও প্রশংসিত হয়েছে। শুধু সিনেমা হলের দর্শকের কাছেই নয়, চলচ্চিত্র উৎসবগুলোও ছবিগুলো নিয়ে দেখিয়েছেন আগ্রহ। যে ছবিগুলোর বেশীরভাগ নির্মাতাই নিজের নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র নিয়ে উপস্থিত হয়েছেন! যাদের নির্মাণ আগামি দিনের বাংলা ছবির জন্য সম্ভাবনা জাগিয়েছে বলে মনে করছেন সিনেপ্রেমীরা। প্রথম ছবি দিয়ে আলোচিত হওয়া তেমন নির্মাতাদের কথা থাকলো এই ফিচারে-
শবনম ফেরদৌসী
নির্মাণের সঙ্গে রয়েছেন বহুদিন। বিশেষ করে প্রামাণ্যচিত্রের নির্মাতা হিসেবে শবনম ফেরদৌসীর সুনাম রয়েছে। ‘জন্মসাথী’র জন্য ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি। চলতি বছরে এই নির্মাতা বড়পর্দার জন্য নিয়ে এলেন প্রথম কাহিনীচিত্র ‘আজব কারখানা’। একজন রকস্টারের জীবনকে পোট্রে করেছেন শবনম। যে রকস্টার গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে। চলচ্চিত্রটিতে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরেছেন নির্মাতা। সেই সঙ্গে আছে রক ও ফিউশনের আয়োজন। শবনমের নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রতে মূল ভূমিকায় রয়েছেন কলকাতার পরমব্রত চ্যাটার্জী। সরকারি অনুদানে নির্মিত ছবিটি মুক্তি পায় চলতি বছরের ১২ জুলাই।
আহমেদ হুমায়ূন
সংগীত পরিচালক হিসেবে খ্যাতি থাকলেও এ বছর চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষিক্ত হন আহমেদ হুমায়ূন। তার নির্মিত ছবিটির নাম ‘পটু’। ক্রাইম থ্রিলারধর্মী ছবিটি চলতি বছরের শুরুর দিকে মুক্তি পায়। ছবিটির টিজার, ট্রেলার দর্শকমনে বেশ আগ্রহ জন্মায়। এটি প্রযোজনা ও বিতরণ করে জাজ মাল্টিমিডিয়া। আহমেদ হুমায়ূনের এই ছবির মাধ্যমে ইভান সাইর ও আফরা সাইয়ারা চলচ্চিত্রে অভিষেক করেন। চলচ্চিত্রের গল্প, শুটিং সবই বাংলাদেশের উত্তরের শহর রাজশাহী ঘিরে। এতে গান গেয়েছেন কলকাতার লগ্নজিতা, বাংলাদেশের ইসলাম পালাকারসহ ছবির নির্মাতা ও সংগীত পরিচালক আহম্মেদ হুমায়ুন নিজেই।
কুসুম সিকদার
অভিনেত্রী হিসেবে সুনাম থাকলেও প্রথমবার পরিচালকের আসনে কুসুম সিকদার! নির্মাণ করলেন ‘শরতের জবা’। সাধারণ দর্শক থেকে সমালোচক- সবাই প্রশংসা করছেন কুসুমের এই নতুন দায়িত্ব! নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ নির্মাণ করেছেন কুসুম। শুধু পরিচালক হিসেবে নয়, চিত্রনাট্যকার ও প্রযোজক- হিসেবেও অভিষিক্ত হয়েছেন তিনি। এই অক্টোবরে বড়পর্দায় মুক্তি পায় কুসুমের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবিটি। ছবিতে অভিনয়ও করেছেন কুসুম। এছাড়া আরো রয়েছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া প্রমুখ।
মিশুক মনি
বছরের অন্যতম আলোচিত ছবি ‘দেয়ালের দেশ’ নির্মাতা মিশুক মনি। সরকারি অনুদানে পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছবিটির পোস্টার, টিজার ও ট্রেলার প্রকাশ করেই তুমুল আলোচনার জন্ম দেয়। মর্গের ডোম ও প্রেমিকার লাশের অন্যরকম প্রেম কাহিনী দর্শকদের ভালো লাগা উপহার দেয়। সার্বিক হিসেবে ‘দেয়ালের দেশ’ মুক্তির পরও আলোচনা তৈরি করে। ছবিতে প্রথমবার জুটিবব্ধ হয়ে অভিনয় করেন শরিফুল রাজ ও শবনম বুবলী। নিজের প্রথম ছবি দিয়েই দর্শকের দোরগোড়ায় পৌঁছে যান মিশুক মনি।
ধ্রুব হাসান
২০১৭ সালে নির্মাণ শুরু করলেও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাতিমা’ মুক্তি পায় চলতি বছর। এই ছবির মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষিক্ত হন ধ্রুব হাসান। একইসঙ্গে ‘ফাতিমা’র মধ্য দিয়ে বড়পর্দায় পা রাখেন ছোটপর্দার তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিন। ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলতি বছরের মে মাসে। এরআগে ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও প্রশংসিত হয়।
সোহেল রানা বয়াতি
বহু কাঠখড় পুড়িয়ে চলতি ডিসেম্বরের শুরুর দিকে নিজের প্রথম সিনেমা বড়পর্দায় নিয়ে এলেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। তার ছবির নাম ‘নয়া মানুষ’। চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে নিজের প্রথম সিনেমাটি নির্মাণ করেন বয়াতি। সমালোচকরা বলছেন, নির্মাণের প্রতি বয়াতির সততা ফুটে উঠেছে তার দৃশ্য ধারণে! আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে বয়াতির এই ছবিতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি প্রমুখ।
শঙ্খ দাশগুপ্ত
নিয়মিত বিজ্ঞাপন কিংবা সফল ওটিটি কন্টেন্ট নির্মাণ করলেও বড়পর্দায় ছিলেন অনুপস্থিত। ‘প্রিয় মালতী’ নির্মাণের মধ্য দিয়ে এবার ‘চলচ্চিত্র নির্মাতা’ পরিচয়টিও যুক্ত করলেন শঙ্খ দাশগুপ্ত। একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাতিয়ে গেল ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয় মালতী’। যাপিত জীবনের গল্পে নির্মিত শঙ্খ দাশগুপ্তের এই ছবিটি দেখে মুগ্ধ সাধারণ সিনেপ্রেমী থেকে সমালোচকরা। এই ছবির মধ্য দিয়ে বড়পর্দায় অভিষিক্ত হলেন ছোটপর্দার সুপারস্টার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।