ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

ফিরিয়ে আনি অরণ্য

  • আপডেট সময় : ১০:৫৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • ১০২ বার পড়া হয়েছে

শাহানাজ পারভীন শিউলি : ফিরিয়ে আনি সেই অরণ্য বৃক্ষরাজি
বৃক্ষ নিধন বন্ধ করি সবাই আজি।
ফাটছে মাটি, ভরাট নদী তপ্ত খরায়,
ঝড়-ঝঞ্ঝা মহামারি আসছে ধরায়।

শব্দ,বায়ু,পানি দূষণ করছে মানুষ
হাতের মুঠোয় আনতে ধরা উড়ছে ফানুস।
বৃক্ষ হলো এই পৃথিবীর আদিপ্রাণ,
স্বার্থ- লোভে শুঁকছে মানুষ পঁচা ঘ্রাণ।

ধ্বংসলীলায় মত্ত হয়ে মরছে নিজে
রৌদ্রদাহে তপ্ত বপু ঘামছে ভিজে।
সপ্ত সায়র উথাল-পাথাল কোপন ঢেউ,
গহন বিপিন উচ্ছেদ আজ কাঁদছে ফেউ।

চারিদিকে বইছে শুধুই বৈরী বায়ু
অধিক পাওয়ার লাভের আশায় হারায় আয়ু।
আবহাওয়া আর জলবায়ুর এই অগ্নি তাপ
পুড়িয়ে দিক আমানুষীর গর্বদাপ।

নতুন করে জাগুক আবার নতুন চেতা
সবুজ বনে ভরিয়ে দিয়ে হোক না জেতা।
এসো সবাই একসাথে আজ পণ করি,
সবুজ- শ্যামল ধরার মাঝে জীবন গড়ি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফিরিয়ে আনি অরণ্য

আপডেট সময় : ১০:৫৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১

শাহানাজ পারভীন শিউলি : ফিরিয়ে আনি সেই অরণ্য বৃক্ষরাজি
বৃক্ষ নিধন বন্ধ করি সবাই আজি।
ফাটছে মাটি, ভরাট নদী তপ্ত খরায়,
ঝড়-ঝঞ্ঝা মহামারি আসছে ধরায়।

শব্দ,বায়ু,পানি দূষণ করছে মানুষ
হাতের মুঠোয় আনতে ধরা উড়ছে ফানুস।
বৃক্ষ হলো এই পৃথিবীর আদিপ্রাণ,
স্বার্থ- লোভে শুঁকছে মানুষ পঁচা ঘ্রাণ।

ধ্বংসলীলায় মত্ত হয়ে মরছে নিজে
রৌদ্রদাহে তপ্ত বপু ঘামছে ভিজে।
সপ্ত সায়র উথাল-পাথাল কোপন ঢেউ,
গহন বিপিন উচ্ছেদ আজ কাঁদছে ফেউ।

চারিদিকে বইছে শুধুই বৈরী বায়ু
অধিক পাওয়ার লাভের আশায় হারায় আয়ু।
আবহাওয়া আর জলবায়ুর এই অগ্নি তাপ
পুড়িয়ে দিক আমানুষীর গর্বদাপ।

নতুন করে জাগুক আবার নতুন চেতা
সবুজ বনে ভরিয়ে দিয়ে হোক না জেতা।
এসো সবাই একসাথে আজ পণ করি,
সবুজ- শ্যামল ধরার মাঝে জীবন গড়ি।