ক্রীড়া ডেস্ক: রেয়াল মাদ্রিদের জার্সিতে সাফল্যে ভরা একটি মৌসুম কাটিয়ে এবং দলের সব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অসাধারণ এক স্বীকৃতি পেলেন ভিনিসিউস জুনিয়র। এবারের ব্যালন ডি’অর জয়ী রদ্রি, রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি এবং আরও অনেককে হারিয়ে ফিফার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
মঙ্গলবার রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ভিনিসিউসকে বিজয়ী ঘোষণা করা হয়। তার হাতে পুরস্কার তুলে দেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে গত ২৯ নভেম্বর মনোনীত মোট ১১ জনের তালিকা প্রকাশ করে ফিফা। লড়াইয়ে আরও ছিলেন কিলিয়ান এমবাপে, দানি কার্ভাহাল, আর্লিং হলান্ড, ফেদেরিকো ভালভের্দে, ফ্লোরিয়ান ভিরৎজ, জুড বেলিংহ্যাম, লামিনে ইয়ামাল, টনি ক্রুস।
বিবেচিত সময়ে জাতীয় দলের হয়ে আশানুরূপ কিছু করতে পারেননি ভিনিসিউস। তবে ক্লাব ফুটবলে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।
গত মৌসুমে রেয়ালের চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ে বড় অবদান রাখেন ভিনিসিউস। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তিনি হ্যাটট্রিক করেন বার্সেলোনার বিপক্ষে। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রেয়ালের হয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
অবশ্য মৌসুমজুড়ে তার দাপুটে পারফরম্যান্সের ছাপ কেবল সংখ্যায় ফুটে উঠছে না। প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষের জন্য তিনি হয়ে উঠতেন ভয়ঙ্কর। ম্যাচের পর ম্যাচে তার গতিময় ফুটবল সতীর্থদের সামনে প্রতিপক্ষের রক্ষণে হানা দেওয়ার সুযোগ তৈরি করে দিত।
সবকিছুর মিশেলেই ক্যারিয়ারে প্রথমবারের মতো ভিনিসিউস নির্বাচিত হলেন বর্ষসেরা ফুটবলার, পেলেন ‘ফিফা দা বেস্ট মেন’স প্লেয়ার’ অ্যাওয়ার্ড।
ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং নির্বাচিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হয় সেরা। তাদের ভোট ৭৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ আসে দর্শকদের ভোটে।
টানা দ্বিতীয়বারের মতো নারী ফুটবলে ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানো বনমাতি। টানা দুইবার মেয়েদের ব্যালন দ’রও জিতেছেন তিনি।
পুরুষ ফুটবলে বর্ষসেরা গোলের ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো। ২০২৩ সালের নভেম্বরে এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে দৃষ্টিনন্দন ওভারহেড কিক গোল করে পুরস্কারটি জিতেছেন ২০ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড।
মেয়েদের ফুটবলে বছরের সেরা গোলের জন্য এবার থেকে কিংবদন্তি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তার নামে পুরস্কার দেওয়া শুরু করেছে ফিফা। গত জুনে জাতীয় দলের হয়ে জ্যামাইকার বিপক্ষে একজনকে কাটিয়ে বক্সের মুখ থেকে জোরাল শটে চমৎকার গোল করে নিজেই পুরস্কারটি জিতে নিয়েছেন মার্তা।