ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

ফিট বেনজেমাকে বাড়ি পাঠিয়েছিলেন দেশম!

  • আপডেট সময় : ১১:৫২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ছিলেন ফর্মের তুঙ্গে। জিতেছিলেন ফিফা ব্যালন ডি’অর। ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে দোহায়ও গিয়েছিলেন করিম বেনজেমা। কিন্তু উরুর চোটে শেষ হয়ে যায় বিশ্বমঞ্চে তাঁর খেলার স্বপ্ন। ২৬ সদস্যের স্কোয়াড হলেও ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম বেনজেমার বিকল্প হিসেবে কাউকে নেননি। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগে বেনজেমার ফ্রান্স দলে ফেরা নিয়েও গুঞ্জন ওঠে। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। তাঁকে বিবেচনা না করায় দেশমের প্রতি যে ক্ষোভ ছিল, তার প্রমাণ তো ফাইনালের পরদিনই আন্তর্জাতিক ফুটবল থেকে বেনজেমার অবসরের ঘোষণা। এবার তাঁর এজেন্ট করিম দিয়াজিরির এক টুইটেও স্পষ্ট হয়েছে ফ্রান্স কোচের সঙ্গে বেনজেমার দ্বন্দ্বের খবরটি, ‘আমি তিনজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি, তাঁরা জানিয়েছেন বেনজেমার যে ইনজুরি ছিল, তাতে ফিট হয়ে শেষ আট থেকেই খেলতে পারতেন। এমনকি বেঞ্চেও থাকতে পারতেন।’ তাঁর দাবি দেশম এবং মেডিকেল স্টাফরা মিলে বেনজেমাকে দ্রুত দেশে পাঠিয়ে দিয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফিট বেনজেমাকে বাড়ি পাঠিয়েছিলেন দেশম!

আপডেট সময় : ১১:৫২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : ছিলেন ফর্মের তুঙ্গে। জিতেছিলেন ফিফা ব্যালন ডি’অর। ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে দোহায়ও গিয়েছিলেন করিম বেনজেমা। কিন্তু উরুর চোটে শেষ হয়ে যায় বিশ্বমঞ্চে তাঁর খেলার স্বপ্ন। ২৬ সদস্যের স্কোয়াড হলেও ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম বেনজেমার বিকল্প হিসেবে কাউকে নেননি। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগে বেনজেমার ফ্রান্স দলে ফেরা নিয়েও গুঞ্জন ওঠে। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। তাঁকে বিবেচনা না করায় দেশমের প্রতি যে ক্ষোভ ছিল, তার প্রমাণ তো ফাইনালের পরদিনই আন্তর্জাতিক ফুটবল থেকে বেনজেমার অবসরের ঘোষণা। এবার তাঁর এজেন্ট করিম দিয়াজিরির এক টুইটেও স্পষ্ট হয়েছে ফ্রান্স কোচের সঙ্গে বেনজেমার দ্বন্দ্বের খবরটি, ‘আমি তিনজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি, তাঁরা জানিয়েছেন বেনজেমার যে ইনজুরি ছিল, তাতে ফিট হয়ে শেষ আট থেকেই খেলতে পারতেন। এমনকি বেঞ্চেও থাকতে পারতেন।’ তাঁর দাবি দেশম এবং মেডিকেল স্টাফরা মিলে বেনজেমাকে দ্রুত দেশে পাঠিয়ে দিয়েছেন।