ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

ফিচার ফোন আনছে মটোরোলা

  • আপডেট সময় : ০৯:২০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন বাজারে পরিচিত একটি নাম হলেও ফিচার ফোন জগতে এতদিন বিচরণ ছিল না মটোরোলার। অবশেষে এখানেও যাত্রা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কয়েকদিনের মধ্যে ফিচার ফোন বাজারে ছাড়বে মটোরোলা।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম জিএসএম অ্যারেনার এক প্রতিবেদনে বলা হয়, মটোরোলার তিনটি ফিচার ফোন বাজারে আসতে পারে। এগুলোর নাম হবে- মটো ১০, মটো ৫০ এবং মটো ৭০। তিনটি ফিচার ফোনেরই ব্যাটারি সক্ষমতা ১৭৫০ মিলিঅ্যাম্পিয়ার। ডুয়াল সিমের এসব ফোনে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকবে। মটো ১০ এবং মটো ৫০ উভয় ফোনে ১ দশমিক ৮ ইঞ্চির রঙিন স্ক্রিন থাকবে। ফোন দুটিতে মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে যেখানে ৩২ গিগা পর্যন্ত মেমরি যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া ডিভাইস দুটিতে থাকবে টর্চ, ওয়্যারলেস এফএম, কল রেকর্ডিং এবং অডিও জ্যাক সুবিধা। মটো ১০ ডিভাইসে কোনও ক্যামেরা সুবিধা না থাকলেও মটো ৫০ ডিভাইসের পেছনে একটি ক্যামেরা পাবেন ব্যবহারকারীরা। মটো ৭০ ডিভাইসটিও অনেকটা একইরকম হবে। তবে এর স্ক্রিন অন্য দুটির চেয়ে বড় (২ দশমিক ৪ ইঞ্চির)।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফিচার ফোন আনছে মটোরোলা

আপডেট সময় : ০৯:২০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন বাজারে পরিচিত একটি নাম হলেও ফিচার ফোন জগতে এতদিন বিচরণ ছিল না মটোরোলার। অবশেষে এখানেও যাত্রা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কয়েকদিনের মধ্যে ফিচার ফোন বাজারে ছাড়বে মটোরোলা।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম জিএসএম অ্যারেনার এক প্রতিবেদনে বলা হয়, মটোরোলার তিনটি ফিচার ফোন বাজারে আসতে পারে। এগুলোর নাম হবে- মটো ১০, মটো ৫০ এবং মটো ৭০। তিনটি ফিচার ফোনেরই ব্যাটারি সক্ষমতা ১৭৫০ মিলিঅ্যাম্পিয়ার। ডুয়াল সিমের এসব ফোনে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও থাকবে। মটো ১০ এবং মটো ৫০ উভয় ফোনে ১ দশমিক ৮ ইঞ্চির রঙিন স্ক্রিন থাকবে। ফোন দুটিতে মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে যেখানে ৩২ গিগা পর্যন্ত মেমরি যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া ডিভাইস দুটিতে থাকবে টর্চ, ওয়্যারলেস এফএম, কল রেকর্ডিং এবং অডিও জ্যাক সুবিধা। মটো ১০ ডিভাইসে কোনও ক্যামেরা সুবিধা না থাকলেও মটো ৫০ ডিভাইসের পেছনে একটি ক্যামেরা পাবেন ব্যবহারকারীরা। মটো ৭০ ডিভাইসটিও অনেকটা একইরকম হবে। তবে এর স্ক্রিন অন্য দুটির চেয়ে বড় (২ দশমিক ৪ ইঞ্চির)।