বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় গায়িকা ফাহমিদা নবী। দীর্ঘদিন ধরে নানা রকম গান গেয়ে তিনি শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। রোমান্টিক গানের জন্য খ্যাতি পেলেও বিষয়ভিত্তিক কথা নিয়েও গাইতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি কণ্ঠ দিয়েছেন মা দিবস উপলক্ষে একটি গানে। এর শিরোনাম ‘মা’। সম্প্রতি উত্তরার একটি শুটিং হাউজে এর মিউজিক ভিডিও নির্মাণ হয়েছে। ভিডিওটিতে মা হিসেবে মডেল হয়েছেন দিলারা জামান। তার সঙ্গে আরও আছেন সালহা খানম নাদিয়া, আফিফা আনজুম ও আদ্রিকা আনজুম। ভিডিও পরিচালনা করেছেন আলমগীর হোসেন। গানটির কথা ও সুর করেছেন সামিনা সালাম। এর সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। আলমগীর হোসেন জানান, গতকাল ৮ মে আন্তর্জাতি মা দিবস থেকেই গানটি দেখা যায় বিভিন্ন টিভি চ্যানেলে। সেইসঙ্গে গানটি উপভোগ করা যাবে ঝধসরহধ’ং ঈৎবধঃরাব ডড়ৎষফ নামের ইউটিউব চ্যানেলেও।
জনপ্রিয় সংবাদ