ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফাহমিদা-আফিয়ার ব্যাটে অনূর্ধ্ব-১৯ দলের প্রথম জয়

  • আপডেট সময় : ০৫:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: জয়ের জন্য ৬ বলে প্রয়োজন ৭ রান। প্রথম বলে বাউন্ডারি মেরে সমীকরণ সহজ করলেন আফিয়া আসিমা ইরা। দুই বল পর আরেকটি চারে ম্যাচ শেষ করে দিলেন তিনি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পেল শ্রীলঙ্কা সফরে প্রথম জয়। কলম্বোয় বুধবার তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৪ উইকেটে। স্বাগতিকদের করা ১০৯ রান ২ বল বাকি থাকতে টপকে যায় সফরকারী দল।

চার ম্যাচ সিরিজে এটি বাংলাদেশের প্রথম জয়। প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে আছে লঙ্কানরা। একই মাঠে বৃহস্পতিবার শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শনিবার শ্রীলঙ্কা থেকেই মালয়েশিয়া যাবে বাংলাদেশ।
সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখান ফাহমিদা ছোঁয়া। বোলিংয়ে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে তিনি খেলেন ম্যাচের সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস।

এছাড়া সাদিয়া ইসলাম ও আফিয়ার কার্যকর দুটি ইনিংসে জয় পায় বাংলাদেশ। রান তাড়ায় শুরুটা অবশ্য একদমই ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই বলে ড্রেসিং রুমের পথ ধরেন মোসাম্মত ঈভা ও সুমাইয়া আক্তার সুবর্ণা। শুরুর চাপ সামাল দিয়ে তৃতীয় উইকেটে ৫২ বলে ৪৩ রানের জুটি গড়েন সাদিয়া ও ফাহমিদা।

নবম ওভারে ফেরেন ২৮ বলে ২৪ রান করা সাদিয়া। এরপর অধিনায়ক সুমাইয়া আক্তারের সঙ্গে ৩১ বলে ৩৩ রান যোগ করেন ফাহমিদা। পরে রান আউট হয়ে ফেরেন ফাহমিদা। ৪২ বলের ইনিংসে ৪টি চার মারেন তিনি। সুমাইয়ার ব্যাট থেকে আসে ১৩ রান।

শেষ দিকে ৩ চারে ১৮ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন আফিয়া। ম্যাচের প্রথমভাগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় শ্রীলঙ্কা। তেমন কোনো জুটি গড়তে পারেনি তারা। সপ্তম উইকেটে হিরুনি হানসিকা ও শাশিনি গিমহানির ২১ বলে ৩৬ রানের জুটিতে মূলত একশ পার করে তারা। হানসিকা ১৯ বলে ২৪ ও গিমহানি ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আনিসা আক্তার সুবহা। এছাড়া নিশিতা আক্তার, ফাহমিদা, জান্নাতুল মাওয়ারাও দারুণ বোলিং করেন।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ২০ ওভারে ১০৯/৬ (কাভিন্দি ৪, বালাসুরিয়া ১, সেনেথমা ২৪, নানায়াক্কারা ১৬, নিসানসালা ৫, রাশমিকা ১১, হানসিকা ২৪*, গিমহানি ১৪*; নিশিতা ৪-১-২৫-১, ফাহমিদা ৪-০-১৫-১, সুবহা ৩-০-১৭-২, হাবিবা ৪-০-২৯-১, সুমাইয়া ২-০-৮-০, জান্নাতুল ৩-০-১৩-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৯.৪ ওভারে ১১৩/৬ (ঈভা ০, ফাহমিদা ৩৮, সুবর্ণা ০, সাদিয়া ইসলাম ২৪, সুমাইয়া ১৩, আফিয়া ২৬*, সাদিয়া আক্তার ১, জান্নাতুল ৪*; রাশমিকা ৪-০-১৭-২, মুনাসিংহে ৪-০-২৬-১, রাশমি ২-০-৮-০, থালাগুনে ৩.৪-০-২৮-০, গিমহানি ৪-০-২২-২, হানসিকা ২-০-১০-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে জয়ী
সিরিজ: চার ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২-১ ব্যবধানে এগিয়ে

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফাহমিদা-আফিয়ার ব্যাটে অনূর্ধ্ব-১৯ দলের প্রথম জয়

আপডেট সময় : ০৫:০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: জয়ের জন্য ৬ বলে প্রয়োজন ৭ রান। প্রথম বলে বাউন্ডারি মেরে সমীকরণ সহজ করলেন আফিয়া আসিমা ইরা। দুই বল পর আরেকটি চারে ম্যাচ শেষ করে দিলেন তিনি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পেল শ্রীলঙ্কা সফরে প্রথম জয়। কলম্বোয় বুধবার তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় ৪ উইকেটে। স্বাগতিকদের করা ১০৯ রান ২ বল বাকি থাকতে টপকে যায় সফরকারী দল।

চার ম্যাচ সিরিজে এটি বাংলাদেশের প্রথম জয়। প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে আছে লঙ্কানরা। একই মাঠে বৃহস্পতিবার শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শনিবার শ্রীলঙ্কা থেকেই মালয়েশিয়া যাবে বাংলাদেশ।
সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখান ফাহমিদা ছোঁয়া। বোলিংয়ে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে তিনি খেলেন ম্যাচের সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস।

এছাড়া সাদিয়া ইসলাম ও আফিয়ার কার্যকর দুটি ইনিংসে জয় পায় বাংলাদেশ। রান তাড়ায় শুরুটা অবশ্য একদমই ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই বলে ড্রেসিং রুমের পথ ধরেন মোসাম্মত ঈভা ও সুমাইয়া আক্তার সুবর্ণা। শুরুর চাপ সামাল দিয়ে তৃতীয় উইকেটে ৫২ বলে ৪৩ রানের জুটি গড়েন সাদিয়া ও ফাহমিদা।

নবম ওভারে ফেরেন ২৮ বলে ২৪ রান করা সাদিয়া। এরপর অধিনায়ক সুমাইয়া আক্তারের সঙ্গে ৩১ বলে ৩৩ রান যোগ করেন ফাহমিদা। পরে রান আউট হয়ে ফেরেন ফাহমিদা। ৪২ বলের ইনিংসে ৪টি চার মারেন তিনি। সুমাইয়ার ব্যাট থেকে আসে ১৩ রান।

শেষ দিকে ৩ চারে ১৮ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন আফিয়া। ম্যাচের প্রথমভাগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় শ্রীলঙ্কা। তেমন কোনো জুটি গড়তে পারেনি তারা। সপ্তম উইকেটে হিরুনি হানসিকা ও শাশিনি গিমহানির ২১ বলে ৩৬ রানের জুটিতে মূলত একশ পার করে তারা। হানসিকা ১৯ বলে ২৪ ও গিমহানি ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আনিসা আক্তার সুবহা। এছাড়া নিশিতা আক্তার, ফাহমিদা, জান্নাতুল মাওয়ারাও দারুণ বোলিং করেন।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ২০ ওভারে ১০৯/৬ (কাভিন্দি ৪, বালাসুরিয়া ১, সেনেথমা ২৪, নানায়াক্কারা ১৬, নিসানসালা ৫, রাশমিকা ১১, হানসিকা ২৪*, গিমহানি ১৪*; নিশিতা ৪-১-২৫-১, ফাহমিদা ৪-০-১৫-১, সুবহা ৩-০-১৭-২, হাবিবা ৪-০-২৯-১, সুমাইয়া ২-০-৮-০, জান্নাতুল ৩-০-১৩-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৯.৪ ওভারে ১১৩/৬ (ঈভা ০, ফাহমিদা ৩৮, সুবর্ণা ০, সাদিয়া ইসলাম ২৪, সুমাইয়া ১৩, আফিয়া ২৬*, সাদিয়া আক্তার ১, জান্নাতুল ৪*; রাশমিকা ৪-০-১৭-২, মুনাসিংহে ৪-০-২৬-১, রাশমি ২-০-৮-০, থালাগুনে ৩.৪-০-২৮-০, গিমহানি ৪-০-২২-২, হানসিকা ২-০-১০-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে জয়ী
সিরিজ: চার ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২-১ ব্যবধানে এগিয়ে