ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

ফাস্ট কোম্পানির তালিকায় বাংলাদেশি ‘শপআপ’

  • আপডেট সময় : ১০:০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : ‘ফাস্ট কোম্পানি’ সাময়িকী ২০২৩-এ বিশ্বের সেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানের বার্ষিক তালিকায় জায়গা করে নিয়েছে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা সংক্রান্ত সব সমস্যা সমাধানের সবচেয়ে বড় স্টার্টআপ প্রতিষ্ঠান শপআপ। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে নিজ নিজ খাতের সেসব শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়, যারা আগামীর উদ্ভাবনের পথ প্রশস্তে ভূমিকা রাখছে।

শপআপ এশিয়া-প্যাসিফিক বিভাগে ২০২৩ সালের সেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। এবারের এই তালিকায় বিশ্বসেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানের নাম রয়েছে— যার মধ্যে ওপেন-এআই ও নাসা অন্যতম। ইতোপূর্বে স্পটিফাই ও এয়ারবিএনবি’র মতো প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড জিতেছে।
এ প্রসঙ্গে শপআপ’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আফিফ জামান বলেন, ‘আমরা এই স্বীকৃতি পেয়ে আনন্দিত। আমাদের অন্যতম অনুপ্রেরণা দেশীয় সব স্টার্টআপ, যারা আমাদের স্থানীয় সমস্যাগুলোর সমাধানে ক্রমাগত উদ্ভাবন করে যাচ্ছে।’
শপআপ তাদের প্রযুক্তির মাধ্যমে দেশব্যাপী ক্ষুদ্র-মাঝারি খুচরা বিক্রেতাদের সেবা প্রদান করে। বর্তমানে শপআপ-এর বাণিজ্যিক প্ল্যাটফর্ম ‘মোকাম’ এবং লজিস্টিক নেটওয়ার্ক ‘রেডএক্স’ দেশের প্রায় ২ কোটি মানুষের কাছে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফাস্ট কোম্পানির তালিকায় বাংলাদেশি ‘শপআপ’

আপডেট সময় : ১০:০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

প্রযুক্তি ডেস্ক : ‘ফাস্ট কোম্পানি’ সাময়িকী ২০২৩-এ বিশ্বের সেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানের বার্ষিক তালিকায় জায়গা করে নিয়েছে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা সংক্রান্ত সব সমস্যা সমাধানের সবচেয়ে বড় স্টার্টআপ প্রতিষ্ঠান শপআপ। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে নিজ নিজ খাতের সেসব শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়, যারা আগামীর উদ্ভাবনের পথ প্রশস্তে ভূমিকা রাখছে।

শপআপ এশিয়া-প্যাসিফিক বিভাগে ২০২৩ সালের সেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। এবারের এই তালিকায় বিশ্বসেরা উদ্ভাবনী প্রতিষ্ঠানের নাম রয়েছে— যার মধ্যে ওপেন-এআই ও নাসা অন্যতম। ইতোপূর্বে স্পটিফাই ও এয়ারবিএনবি’র মতো প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড জিতেছে।
এ প্রসঙ্গে শপআপ’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আফিফ জামান বলেন, ‘আমরা এই স্বীকৃতি পেয়ে আনন্দিত। আমাদের অন্যতম অনুপ্রেরণা দেশীয় সব স্টার্টআপ, যারা আমাদের স্থানীয় সমস্যাগুলোর সমাধানে ক্রমাগত উদ্ভাবন করে যাচ্ছে।’
শপআপ তাদের প্রযুক্তির মাধ্যমে দেশব্যাপী ক্ষুদ্র-মাঝারি খুচরা বিক্রেতাদের সেবা প্রদান করে। বর্তমানে শপআপ-এর বাণিজ্যিক প্ল্যাটফর্ম ‘মোকাম’ এবং লজিস্টিক নেটওয়ার্ক ‘রেডএক্স’ দেশের প্রায় ২ কোটি মানুষের কাছে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে।