অর্থ-বাণিজ্য ডেস্ক : শরিয়াহভিত্তিক আর্থিক ব্যাংকিং সেবা নিয়ে আরও বড় পরিসরে গ্রাহকদের উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কেরানীহাট শাখা স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট ন্যাশনাল টাওয়ার (২য় তলা) এ শাখা স্থানান্তরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবনে স্থানান্তরিত শাখার কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও ইভিপি মোহাম্মদ কামাল উদ্দিন, কেরানীহাট শাখার ব্যবস্থাপক মো. ফেরদৌস আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।