ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

ফার্মগেটে ৩ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করলো সিটিটিসি

  • আপডেট সময় : ০৭:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ফার্মগেট এলাকা থেকে উদ্ধার তিনটি ককটেল আগারগাঁও পুরান বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করা হয়। ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো আগারগাঁও পুরান বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ড থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানায়, ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনা স্ট্যান্ডের ফুটপাত থেকে একটি কালো ব্যাগ থেকে তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো আগারগাঁও পুরান বাণিজ্য মেলার মাঠে নিয়ে যায়। সেখানে দুপুর আড়াইটার দিকে নিষ্ক্রিয় করা হয়।

শের-ই-বাংলা নগর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে আমরা প্রথমে সোয়া ১১টার দিকে খবর পাই। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় বেলা সোয়া ১টার দিকে একটি কালো ব্যাগের ভেতর থেকে কালো কসটেপ মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়।

শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, তিনটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য আগারগাঁওয়ে খোলা মাঠে নেওয়া হয়। সেখানে বোম্ব ডিসপোজাল ইউনিটে ককটেল সেগুলো নিষ্ক্রিয় করেছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ফার্মগেট থেকে উদ্ধার হওয়া ৩টি ককটেল পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: ফখরুল

ফার্মগেটে ৩ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করলো সিটিটিসি

আপডেট সময় : ০৭:৩২:০০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো আগারগাঁও পুরান বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ড থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানায়, ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনা স্ট্যান্ডের ফুটপাত থেকে একটি কালো ব্যাগ থেকে তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো আগারগাঁও পুরান বাণিজ্য মেলার মাঠে নিয়ে যায়। সেখানে দুপুর আড়াইটার দিকে নিষ্ক্রিয় করা হয়।

শের-ই-বাংলা নগর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে আমরা প্রথমে সোয়া ১১টার দিকে খবর পাই। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় বেলা সোয়া ১টার দিকে একটি কালো ব্যাগের ভেতর থেকে কালো কসটেপ মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়।

শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, তিনটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য আগারগাঁওয়ে খোলা মাঠে নেওয়া হয়। সেখানে বোম্ব ডিসপোজাল ইউনিটে ককটেল সেগুলো নিষ্ক্রিয় করেছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ফার্মগেট থেকে উদ্ধার হওয়া ৩টি ককটেল পুরাতন বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।