ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

ফার্নিচার মেলায় সাড়া মিলেছে

  • আপডেট সময় : ০২:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশীয় ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ প্রদর্শনী এবারের ১৭তম জাতীয় ফার্নিচার মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলেছে। মেলায় অংশ নেওয়া স্টল মালিকরা জানিয়েছেন, করোনায় দুই বছর মেলা বন্ধ থাকায় এবার ২০১৯ সালের তুলনায় ক্রেতার সংখ্যা বেড়েছে। রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গত ৬ অক্টোবর শুরু হওয়া এ ফার্নিচার মেলার শেষ দিন ছিল গতকাল সোমবার।
সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ক্রেতারা যে যার মতো বিভিন্ন স্টল ঘুরছেন। আসবাবপত্র দেখছেন। কেউ কেউ পছন্দের পণ্য কিনে ঘরে ফিরছেন।
স্ত্রীকে নিয়ে মেলায় ফার্নিচার দেখছিলেন সোহেল খান নামের একজন। তিনি বলেন, প্রতিবারই আসি, মাঝে দুবছর করোনায় মেলা বন্ধ ছিলো। ঘুরে ঘুরে দেখছি, যেটা পছন্দ হয়, ভালো মনে হয়, দামে মিললে কিনে নেবো। অন্য ক্রেতাদের সঙ্গে কথা হলে তারাও জানান একই কথা। ঘুরছেন, পণ্য পছন্দ করছেন। দামদর ঠিক থাকলে কিনে নেবেন।
সবশেষ এ মেলা বসেছিল ২০১৯ সালে। এবারের মেলায় বেচাকেনা গত মেলার তুলনায় ভালো হয়েছে বলে জানান রিগ্যাল ফার্নিচারের অপারেশন বিভাগের ডেপুটি ম্যানেজার ফজলে রাব্বি। তিনি বলেন, ২০১৯ সালের চেয়ে এবার ভালো বিক্রি হচ্ছে। রিগ্যালের ফার্নিচার ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছে। গত ১৬ বছর ধরে চলা এ ফার্নিচার মেলার এবার ছিল ১৭তম আয়োজন। দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের বাইরে রপ্তানি বাজার প্রসারিত করা এ মেলার মূল লক্ষ্য। এরই মধ্যে বিদেশে ফার্নিচার রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। দুটি হল মিলে ৩৪টি প্রতিষ্ঠানের মোট ১৮২টি স্টল এবারের মেলায় অংশ নেয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফার্নিচার মেলায় সাড়া মিলেছে

আপডেট সময় : ০২:৩১:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশীয় ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ প্রদর্শনী এবারের ১৭তম জাতীয় ফার্নিচার মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলেছে। মেলায় অংশ নেওয়া স্টল মালিকরা জানিয়েছেন, করোনায় দুই বছর মেলা বন্ধ থাকায় এবার ২০১৯ সালের তুলনায় ক্রেতার সংখ্যা বেড়েছে। রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গত ৬ অক্টোবর শুরু হওয়া এ ফার্নিচার মেলার শেষ দিন ছিল গতকাল সোমবার।
সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ক্রেতারা যে যার মতো বিভিন্ন স্টল ঘুরছেন। আসবাবপত্র দেখছেন। কেউ কেউ পছন্দের পণ্য কিনে ঘরে ফিরছেন।
স্ত্রীকে নিয়ে মেলায় ফার্নিচার দেখছিলেন সোহেল খান নামের একজন। তিনি বলেন, প্রতিবারই আসি, মাঝে দুবছর করোনায় মেলা বন্ধ ছিলো। ঘুরে ঘুরে দেখছি, যেটা পছন্দ হয়, ভালো মনে হয়, দামে মিললে কিনে নেবো। অন্য ক্রেতাদের সঙ্গে কথা হলে তারাও জানান একই কথা। ঘুরছেন, পণ্য পছন্দ করছেন। দামদর ঠিক থাকলে কিনে নেবেন।
সবশেষ এ মেলা বসেছিল ২০১৯ সালে। এবারের মেলায় বেচাকেনা গত মেলার তুলনায় ভালো হয়েছে বলে জানান রিগ্যাল ফার্নিচারের অপারেশন বিভাগের ডেপুটি ম্যানেজার ফজলে রাব্বি। তিনি বলেন, ২০১৯ সালের চেয়ে এবার ভালো বিক্রি হচ্ছে। রিগ্যালের ফার্নিচার ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছে। গত ১৬ বছর ধরে চলা এ ফার্নিচার মেলার এবার ছিল ১৭তম আয়োজন। দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের বাইরে রপ্তানি বাজার প্রসারিত করা এ মেলার মূল লক্ষ্য। এরই মধ্যে বিদেশে ফার্নিচার রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। দুটি হল মিলে ৩৪টি প্রতিষ্ঠানের মোট ১৮২টি স্টল এবারের মেলায় অংশ নেয়।