ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ফারিয়া, প্রিয়াঙ্কাদের পাতায়া অভিযান শেষ!

  • আপডেট সময় : ১১:২৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : শেষ হলো ফারিয়া, প্রিয়াঙ্কাদের পাতায়া অভিযান! প্রিয়াঙ্কা সরকার, নুসরাত ফারিয়া ও সোহিনী সরকার দুই বাংলায় সমানতালে কাজ করছেন নুসরাত ফারিয়া। ২০১৯ সালে কলকাতায় মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘বিবাহ অভিযান’। প্রথম পর্ব নির্মাণ করেছিলেন বিরসা দাশগুপ্ত। এবার পরিচালনায় সৌমিক হালদার। তবে আগের মতোই চিত্রনাট্য লিখেছেন রুদ্রনীল। ফারিয়া ছাড়াও আরো অভিনয় করছেন কলকাতার অঙ্কুশ, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও প্রিয়াঙ্কা সরকার। আগেই জানা গিয়েছিল, সিনেমাটির শুটিং হবে কলকাতা ও থাইল্যান্ডে। সম্প্রতি শুটিংও শুরু হয়েছিল। গত মঙ্গলবার (২২ নভেম্বর) সেই শুটিংয়ের আপডেট জানালেন নুসরাত ফারিয়া। জানা গেছে, ইতোমধ্যে থাইল্যান্ডের অংশের শুটিং কাজ শেষ করেছেন অভিনেত্রী। এদিন বিকেলে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এতে তার সঙ্গে দেখা যায় সোহিনী ও প্রিয়াঙ্কাকে।সিনেমাটির ক্যাপশনে হ্যাশট্যাগ আবার বিবাহ অভিযান দিয়ে ফারিয়া লেখেন, ‘পাতায়ার কাজ শেষ হলো। ’এর আগে সিনেমাটির বিষয়ে ফারিয়া বলেন, বেশ বিরতির পর ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। বেশ ভালোভাবেই এর কাজ এগিয়ে চলছে। আশা করছি, ‘বিবাহ অভিযান’ সিনেমার প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও সাড়া ফেলবে। এদিকে, দেশে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়ার বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘মুজিব:একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন

ফারিয়া, প্রিয়াঙ্কাদের পাতায়া অভিযান শেষ!

আপডেট সময় : ১১:২৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : শেষ হলো ফারিয়া, প্রিয়াঙ্কাদের পাতায়া অভিযান! প্রিয়াঙ্কা সরকার, নুসরাত ফারিয়া ও সোহিনী সরকার দুই বাংলায় সমানতালে কাজ করছেন নুসরাত ফারিয়া। ২০১৯ সালে কলকাতায় মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘বিবাহ অভিযান’। প্রথম পর্ব নির্মাণ করেছিলেন বিরসা দাশগুপ্ত। এবার পরিচালনায় সৌমিক হালদার। তবে আগের মতোই চিত্রনাট্য লিখেছেন রুদ্রনীল। ফারিয়া ছাড়াও আরো অভিনয় করছেন কলকাতার অঙ্কুশ, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও প্রিয়াঙ্কা সরকার। আগেই জানা গিয়েছিল, সিনেমাটির শুটিং হবে কলকাতা ও থাইল্যান্ডে। সম্প্রতি শুটিংও শুরু হয়েছিল। গত মঙ্গলবার (২২ নভেম্বর) সেই শুটিংয়ের আপডেট জানালেন নুসরাত ফারিয়া। জানা গেছে, ইতোমধ্যে থাইল্যান্ডের অংশের শুটিং কাজ শেষ করেছেন অভিনেত্রী। এদিন বিকেলে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এতে তার সঙ্গে দেখা যায় সোহিনী ও প্রিয়াঙ্কাকে।সিনেমাটির ক্যাপশনে হ্যাশট্যাগ আবার বিবাহ অভিযান দিয়ে ফারিয়া লেখেন, ‘পাতায়ার কাজ শেষ হলো। ’এর আগে সিনেমাটির বিষয়ে ফারিয়া বলেন, বেশ বিরতির পর ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। বেশ ভালোভাবেই এর কাজ এগিয়ে চলছে। আশা করছি, ‘বিবাহ অভিযান’ সিনেমার প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও সাড়া ফেলবে। এদিকে, দেশে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়ার বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে ‘মুজিব:একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা।