ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

ফাইনালে পাঁচ উইকেট শিকারে খুশি জেমিসন

  • আপডেট সময় : ১১:০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নীপের ফাইনালে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিতে পেরে খুশি নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। সাউদাম্পটনে টস হেরে প্রথমে ব্যাট করে ২১৭ রানে অলআউট হয় ভারত। বল হাতে নিউজিল্যান্ডের পক্ষে ৩১ রানে ৫ উইকেট নেন জেমিসন। ৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবার পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি। এরমধ্যে ভারতের বিপক্ষে দ্বিতীয়বার। টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে জেমিসন বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য ভাল দিন ছিল। তারা খুব ভাল ব্যাট করেছে। অফ সাইডের বাইরের বল ছেড়ে দিয়েছে। আমাদের পরিকল্পনা ছিল স্টাম্পে বল করে যাওয়া। লম্বা সময় ধরে আমরা তা করেছি। পাঁচ উইকেট নিতে পেরে আমি দারুন খুশি। কারন এটি ফাইনালের মঞ্চ। সেখানে ভারতের মত ব্যাটসম্যানদের কুপোকাত করা সত্যিই অনেক বড় ব্যাপার।’ দ্বিতীয় ইনিংসেও ভালো বল করার ব্যাপারে আশাবাদী জেমিসন। তিনি বলেন, ‘প্রথম ইনিংসের পারফরমেন্সে আমি খুশি। তাই দ্বিতীয় ইনিংসেও ভালো বল করতে চাই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফাইনালে পাঁচ উইকেট শিকারে খুশি জেমিসন

আপডেট সময় : ১১:০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১

ক্রীড়া ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নীপের ফাইনালে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিতে পেরে খুশি নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। সাউদাম্পটনে টস হেরে প্রথমে ব্যাট করে ২১৭ রানে অলআউট হয় ভারত। বল হাতে নিউজিল্যান্ডের পক্ষে ৩১ রানে ৫ উইকেট নেন জেমিসন। ৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবার পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি। এরমধ্যে ভারতের বিপক্ষে দ্বিতীয়বার। টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে জেমিসন বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য ভাল দিন ছিল। তারা খুব ভাল ব্যাট করেছে। অফ সাইডের বাইরের বল ছেড়ে দিয়েছে। আমাদের পরিকল্পনা ছিল স্টাম্পে বল করে যাওয়া। লম্বা সময় ধরে আমরা তা করেছি। পাঁচ উইকেট নিতে পেরে আমি দারুন খুশি। কারন এটি ফাইনালের মঞ্চ। সেখানে ভারতের মত ব্যাটসম্যানদের কুপোকাত করা সত্যিই অনেক বড় ব্যাপার।’ দ্বিতীয় ইনিংসেও ভালো বল করার ব্যাপারে আশাবাদী জেমিসন। তিনি বলেন, ‘প্রথম ইনিংসের পারফরমেন্সে আমি খুশি। তাই দ্বিতীয় ইনিংসেও ভালো বল করতে চাই।