ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

ফাইনালে নাদালের সামনে রুড

  • আপডেট সময় : ০১:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ক্যাসপার রুড। মারিন সিলিচকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন তিনি। শিরোপা লড়াইয়ে তার প্রতিপক্ষ রোলাঁ গাঁরোয় রেকর্ড চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। প্যারিসে শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে ২০১৪ ইউএস ওপেন চ্যাম্পিয়ন সিলিচের বিপক্ষে অষ্টম বাছাই রুড জেতেন ৩-৬, ৬-৪, ৬-২, ৬-২ গেমে। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন নরওয়ের ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। গ্র্যান্ড স্ল্যামের এককে ফাইনালে ওঠা নরওয়ের প্রথম খেলোয়াড়ও তিনিই। প্রথম সেমি-ফাইনালে প্রথম সেট নাদাল ৭-৬ (১০-৮) এ জেতার পর দ্বিতীয় সেটে যখন ৬-৬ সমতা, চোট পেয়ে হুইল চেয়ারে কোর্ট ছাড়েন আলেক্সান্ডার জেভেরেভ। ফাইনালে উঠে যান স্প্যানিশ তারকা। এদিনই ৩৬ বছর পূর্ণ করা নাদাল বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ এককে ২১ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েন। ফরাসি ওপেনেও রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন তিনি। দুটি সংখ্যাকেই আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে রোববারের ফাইনালে খেলবেন নাদাল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফাইনালে নাদালের সামনে রুড

আপডেট সময় : ০১:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২

ক্রীড়া ডেস্ক : প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ক্যাসপার রুড। মারিন সিলিচকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন তিনি। শিরোপা লড়াইয়ে তার প্রতিপক্ষ রোলাঁ গাঁরোয় রেকর্ড চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। প্যারিসে শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে ২০১৪ ইউএস ওপেন চ্যাম্পিয়ন সিলিচের বিপক্ষে অষ্টম বাছাই রুড জেতেন ৩-৬, ৬-৪, ৬-২, ৬-২ গেমে। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন নরওয়ের ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। গ্র্যান্ড স্ল্যামের এককে ফাইনালে ওঠা নরওয়ের প্রথম খেলোয়াড়ও তিনিই। প্রথম সেমি-ফাইনালে প্রথম সেট নাদাল ৭-৬ (১০-৮) এ জেতার পর দ্বিতীয় সেটে যখন ৬-৬ সমতা, চোট পেয়ে হুইল চেয়ারে কোর্ট ছাড়েন আলেক্সান্ডার জেভেরেভ। ফাইনালে উঠে যান স্প্যানিশ তারকা। এদিনই ৩৬ বছর পূর্ণ করা নাদাল বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ এককে ২১ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েন। ফরাসি ওপেনেও রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন তিনি। দুটি সংখ্যাকেই আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে রোববারের ফাইনালে খেলবেন নাদাল।