ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালের মহারণে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে ব্রাজিল। এই ম্যাচে সেলেসাওরা পাবে না দলের অন্যতম সদস্য গ্যাব্রিয়েল জেসুসকে। রিও ডি জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে চিলির বিপক্ষে লাল কার্ড দেখায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল জেসুসের দুই ম্যাচের শাস্তির সিদ্ধান্তে ফাইনালে নামতে পারবেন না জেসুস। চিলির বিপক্ষে লেফটব্যাক ইউজেনিও মেনারকে বল নিতে গিয়ে মুখে লাথি মেরে বসেন জেসুস। সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যেতে হয় তাকে। এমন ঘটনা ঘটনার পর বেশ বিচলিত দেখা যায় তাকে। ঘাবড়ে যান তিনি। খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন জেসুস।