ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

ফাইনালে ইতিহাস গড়বেন রেফারিও

  • আপডেট সময় : ১২:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ইতালি ও ইংল্যান্ডের সামনে হাতছানি নানা অর্জনের। তবে একজনের ইতিহাসে নাম লেখানো এখনই নিশ্চিত। নেদারল্যান্ডসের প্রথম রেফারি হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করবেন বিয়র্ন কাইপার্স। উয়েফা বৃহস্পতিবার নিশ্চিত করেছে, ওয়েম্বলির ফাইনালে রোববার বাঁশি বাজাবেন ৪৮ বছর বয়সী এই ডাচ রেফারি। ডাচ লিগ পরিচালনা থেকে শুরু করে ক্রমে এগিয়ে চলার ধারাবাহিকতায় ২০০৬ সালে আন্তর্জাতিক রেফারি হিসেবে নাম লেখান কাইপার্স। এরপর শীর্ষ পর্যায়ে তার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এবারের আগে ২০১৪ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ২০১৩ ও ২০১৮ ইউরোপা লিগ ফাইনাল পরিচালনা করেছিলেন তিনি। সব মিলিয়ে সাতটি উয়েফা টুর্নামেন্টের ফাইনাল পরিচালনা করার অভিজ্ঞতা তার আছে। এছাড়াও ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপ ফুটবল ও ২০১২ ও ২০১৬ ইউরোতেও তিনি ম্যাচ পরিচালনা করেছেন। চলতি ইউরোতে ফাইনালের আগে তিনি পরিচালনা করেন গ্রুপ পর্বে ডেনমার্ক-বেলজিয়াম, স্লোভাকিয়া-স্পেন ম্যাচ ও চেক রিপাবলিক-ডেনমার্কের কোয়ার্টার-ফাইনাল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফাইনালে ইতিহাস গড়বেন রেফারিও

আপডেট সময় : ১২:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১

ক্রীড়া ডেস্ক : ইতালি ও ইংল্যান্ডের সামনে হাতছানি নানা অর্জনের। তবে একজনের ইতিহাসে নাম লেখানো এখনই নিশ্চিত। নেদারল্যান্ডসের প্রথম রেফারি হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করবেন বিয়র্ন কাইপার্স। উয়েফা বৃহস্পতিবার নিশ্চিত করেছে, ওয়েম্বলির ফাইনালে রোববার বাঁশি বাজাবেন ৪৮ বছর বয়সী এই ডাচ রেফারি। ডাচ লিগ পরিচালনা থেকে শুরু করে ক্রমে এগিয়ে চলার ধারাবাহিকতায় ২০০৬ সালে আন্তর্জাতিক রেফারি হিসেবে নাম লেখান কাইপার্স। এরপর শীর্ষ পর্যায়ে তার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এবারের আগে ২০১৪ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, ২০১৩ ও ২০১৮ ইউরোপা লিগ ফাইনাল পরিচালনা করেছিলেন তিনি। সব মিলিয়ে সাতটি উয়েফা টুর্নামেন্টের ফাইনাল পরিচালনা করার অভিজ্ঞতা তার আছে। এছাড়াও ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপ ফুটবল ও ২০১২ ও ২০১৬ ইউরোতেও তিনি ম্যাচ পরিচালনা করেছেন। চলতি ইউরোতে ফাইনালের আগে তিনি পরিচালনা করেন গ্রুপ পর্বে ডেনমার্ক-বেলজিয়াম, স্লোভাকিয়া-স্পেন ম্যাচ ও চেক রিপাবলিক-ডেনমার্কের কোয়ার্টার-ফাইনাল।