ক্রীড়া ডেস্ক: শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই জমাতেই পারল না বাংলাদেশ। বাজে ব্যাটিংয়ের মাশুল দিয়ে আরেকবার ভারতের কাছে হেরে গেল তারা। মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম আসরের ফাইনালে বাংলাদেশকে ৪১ রানে হারায় ভারত। কুয়ালা লামপুরে রোববার ১১৮ রানের লক্ষ্যে ৯ বল বাকি থাকতে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে একটি ম্যাচই হেরেছিল বাংলাদেশ, ভারতের বিপক্ষে। একই দলের সঙ্গে এবার শিরোপা স্বপ্নেরও মৃত্যু ঘটল।
ভারতকে একশ ছাড়ানো পুঁজি এনে দেওয়ার কারিগর গোঙ্গারি তৃষা। ম্যাচে একমাত্র ব্যাটার হিসেবে ত্রিশ ছুঁয়ে তিনি খেলেন ৫২ রানের ইনিংস। স্বাভাবিকভাবেই ভারতীয় ওপেনারের হাতে ওঠে ফাইনালের সেরার পুরস্কার। টুর্নামেন্টের আগের চার ম্যাচে কোনো দলকে একশ রান করতে দেয়নি ভারত। বাংলাদেশের জন্য কাজটা ছিল তাই বেশ কঠিন। সেই চ্যালেঞ্জে ন্যুনতম লড়াই করতেও পারেনি সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দল। শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তৃতীয় উইকেটে সর্বোচ্চ ২০ রানের জুটি গড়েন জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহমিদা ছোঁয়া। দলের সর্বোচ্চ ২২ রান আসে জুয়াইরিয়ার ব্যাট থেকে। ফাহমিদা করেন ১৮ রান। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। ভারতের পক্ষে ১৭ রানে ৩ উইকেট নেন শুক্লা। টুর্নামেন্টে ১০ উইকেট নিয়ে বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। ম্যাচের প্রথমভাগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। পঞ্চম ওভারে দুই উইকেট নেন ফারজানা ইয়াসমিন। তৃতীয় উইকেটে ম্যাচের সর্বোচ্চ ৪১ রানের জুটি গড়েন তৃষা ও নিকি প্রাসাদ। এই জুটি ভাঙেন হাবিবা ইসলাম। ফিফটি করা তৃষাকেও থামান ফারজানা। ৪৭ বলের ইনিংসে ৫ চারের সঙ্গে ২ ছক্কা মারেন ভারতীয় ওপেনার। শেষ দিকে মিথিলা ভিনোদ, আয়ুশি শুক্লাদের ব্যাটে ১১৭ রানে পৌঁছায় ভারত। বাংলাদেশের পক্ষে ৩১ রানে ৪ উইকেট নেন ফারজানা। নিশিতা নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১১৭/৭ (তৃষা ৫২, কামালিনি ৫, সানিকা ০, প্রাসাদ ১২, ঈশ্বরি ৫, ভিনোদ ১৭, শুক্লা ১০, জোশিথা ২*, শাবনাম ৪*; নিশিতা ৪-০-২৩-২, ফারজানা ৪-০-৩১-৪, আনিসা ৪-০-১২-০, হাবিবা ৪-০-২০-১, ফাহমিদা ৪-০-৩০-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৮.৩ ওভারে ৭৬ (ফাহমিদা ১৮, ঈভা ০, সুমাইয়া ৮, জুয়াইরিয়া ২২, সুমাইয়া ৪, সাদিয়া ৫, মাওয়া ৩, হাবিবা ১, ফারজানা ৫*, নিশিতা ১, আনিসা ০; শাবনাম ২-০-৮-০, জোশিথা ২-০-১১-১, সিসোদিয়া ৩-০-১২-২, শুক্লা ৩.৩-০-১৭-৩, ভিনোদ ১-০-৫-০, ইয়াদাভ ৪-০-১৩-২, তৃষা ৩-০-১০-০)
ফল: ভারত ৪১ রানে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: গোঙ্গারি তৃষা