ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফাইটার সিনেমার প্রথম গানে হৃত্বিক-দীপিকার ঝলক

  • আপডেট সময় : ০৯:৪৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন অভিনীত অ্যাকশন নির্ভর সিনেমা ‘ফাইটার’র প্রথম গান এসেছে সোশাল মিডিয়ায়। যে গানে কালো পোশাকে নেচে গেয়ে পার্টি মাতাচ্ছেন এই দুই তারকা। হিন্দুস্তান টাইমস বলছে, কুমারের লেখা গানটি গেয়েছেন বিশাল-শেখর, বেনি দয়াল ও শিল্পা রাও। আর গানের সংগীত আয়োজন করেছেন বিশাল শেখর। আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমা। অ্যারিয়াল অ্যাকশন ইউনিভার্সের প্রথম সিনেমা হতে চলেছে এটা। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার জুটি বেঁধে আসতে চলেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগে সিনেমার টিজারও এসেছে প্রকাশ্যে। টিজারে ধরা পড়েছে অ্যাকশনের হাড় হিম করা কয়েকটি দৃশ্য। গানের ভিডিওতে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা গেছে করণ সিং গ্রোভারকে। নাইট ক্লাবের আবহ তৈরি করা গানে এক ঝলক দেখ গেছে অভিনেতা অনিল কাপুরকেও।
২০১৯ সালে ভারতের বিমানবাহিনীর যুদ্ধ নিয়ে ‘ফাইটার’ এর গল্প সাজিয়েছেন সিদ্ধার্থ। এটি হৃতিককে নিয়ে তার দ্বিতীয় সিনেমা। এর আগে এ অভিনেতা নিয়ে করেছিলেন ‘ওয়ার’। বিমানযোদ্ধার বেশে হৃতিক রোশন এই সিনেমায় হাজির হবেন। তাকে শেষ পর্দায় দেখা গেছে ‘টাইগার থ্রি’র অতিথি চরিত্রে। তার আগে ‘বিক্রম বেদা’ সিনেমায় হৃতিকের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। ‘ফাইটার’ সিনেমায় এই বলিউড তারকাকে ‘শামশের পাঠানিয়া’ চরিত্রে দেখা যাবে। এই সিনেমার জন্য হৃতিক ৫০ কোটি রুপি নিয়েছেন। আর ‘ফাইটার’ সিনেমায় ‘মিনাল রাঠো’র রূপে আসতে চলছেন দীপিকা। তিনি নিয়েছেন ১৫ কোটি রুপি। এই সিনেমায় দীপিকে পাওয়া যাবে নানা ধরনের অ্যাকশনে। আর সদ্য ‘অ্যানিমেল’ সিনেমায় রাণবীর কাপুরের বাবা ‘বলবীর সিং’ চরিত্রে দুরন্ত অভিনয় করে সাড়া ফেলেছেন অনিল কাপুর। ‘ফাইটার’ সিনেমায় তিনি ফের বাজিমাত করতে আসছেন বলে নির্মাতার ধারণা। অনিল কাপুরকে ‘রাকেশ জয় সিং’ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফাইটার সিনেমার প্রথম গানে হৃত্বিক-দীপিকার ঝলক

আপডেট সময় : ০৯:৪৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন অভিনীত অ্যাকশন নির্ভর সিনেমা ‘ফাইটার’র প্রথম গান এসেছে সোশাল মিডিয়ায়। যে গানে কালো পোশাকে নেচে গেয়ে পার্টি মাতাচ্ছেন এই দুই তারকা। হিন্দুস্তান টাইমস বলছে, কুমারের লেখা গানটি গেয়েছেন বিশাল-শেখর, বেনি দয়াল ও শিল্পা রাও। আর গানের সংগীত আয়োজন করেছেন বিশাল শেখর। আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমা। অ্যারিয়াল অ্যাকশন ইউনিভার্সের প্রথম সিনেমা হতে চলেছে এটা। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার জুটি বেঁধে আসতে চলেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগে সিনেমার টিজারও এসেছে প্রকাশ্যে। টিজারে ধরা পড়েছে অ্যাকশনের হাড় হিম করা কয়েকটি দৃশ্য। গানের ভিডিওতে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা গেছে করণ সিং গ্রোভারকে। নাইট ক্লাবের আবহ তৈরি করা গানে এক ঝলক দেখ গেছে অভিনেতা অনিল কাপুরকেও।
২০১৯ সালে ভারতের বিমানবাহিনীর যুদ্ধ নিয়ে ‘ফাইটার’ এর গল্প সাজিয়েছেন সিদ্ধার্থ। এটি হৃতিককে নিয়ে তার দ্বিতীয় সিনেমা। এর আগে এ অভিনেতা নিয়ে করেছিলেন ‘ওয়ার’। বিমানযোদ্ধার বেশে হৃতিক রোশন এই সিনেমায় হাজির হবেন। তাকে শেষ পর্দায় দেখা গেছে ‘টাইগার থ্রি’র অতিথি চরিত্রে। তার আগে ‘বিক্রম বেদা’ সিনেমায় হৃতিকের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। ‘ফাইটার’ সিনেমায় এই বলিউড তারকাকে ‘শামশের পাঠানিয়া’ চরিত্রে দেখা যাবে। এই সিনেমার জন্য হৃতিক ৫০ কোটি রুপি নিয়েছেন। আর ‘ফাইটার’ সিনেমায় ‘মিনাল রাঠো’র রূপে আসতে চলছেন দীপিকা। তিনি নিয়েছেন ১৫ কোটি রুপি। এই সিনেমায় দীপিকে পাওয়া যাবে নানা ধরনের অ্যাকশনে। আর সদ্য ‘অ্যানিমেল’ সিনেমায় রাণবীর কাপুরের বাবা ‘বলবীর সিং’ চরিত্রে দুরন্ত অভিনয় করে সাড়া ফেলেছেন অনিল কাপুর। ‘ফাইটার’ সিনেমায় তিনি ফের বাজিমাত করতে আসছেন বলে নির্মাতার ধারণা। অনিল কাপুরকে ‘রাকেশ জয় সিং’ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।