ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

ফাইজারের আরও ১৮ লাখ ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ০২:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • ৯৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : বাংলাদেশকে ফাইজারের তৈরি আরও ১৮ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। ১২ বছর এবং তার বেশি বয়সীদের টিকাদান কর্মসুচি চালিয়ে যেতে এ ডোজগুলো সহায়ক হবে বলে গতকাল বুধবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
করোনাভাইরাস মহামারী ঠেকানো লড়াইয়ে প্রাপ্তবয়স্কদের টিকাদান শুরুর আট মাস পর দেশে গত অক্টোবর ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়। পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এই বয়সী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন উপহার দেওয়া টিকা ২০২১ সালের শেষ নাগাদ টিকা পাওয়ার উপযুক্ত জনসংখ্যার ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য অর্জনে সহায়ক হবে। নতুন ১৮ লাখ টিকাসহ বাংলাদেশকে মোট ১ কোটি ৬৮ লাখ টিকা উপহার দেওয়া হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস।
কোভিড-১৯ মোকাবেলায় ২০২২ সালের মধ্যে সারা বিশ্বে বিনামূল্যে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি পূরণে এ উপহার দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। করোনাভাইরাস মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে জানিয়ে বলা হয়, ইতোমধ্যে দেশের ৬৮ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী নিরাপদে টিকা দেওয়ার প্রশিক্ষণ পেয়েছেন। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রে সঠিক নিয়ম মেনে কোভিড-১৯ টিকা সংরক্ষণে সহায়তা দেওয়ার পাশাপাশি দেশজুড়ে টিকা পরিবহনের জন্য ১৮টি কোল্ড-চেইন ফ্রিজার ট্রাক দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা অনুদান এবং সহায়তা ছাড়াও কোভিড-১৯ মোকাবেলায় আরও ১২ কোটি ১০ লাখ ডলার বা এক হাজার ২৮ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এই সহায়তা কোভিড-১৯ আক্রান্তের চিকিৎসা, পরীক্ষা এবং পর্যবেক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করেছে। রোগী ব্যবস্থাপনা ও সংক্রমণ প্রতিরোধসহ সরবরাহ ব্যবস্থাপনাকেও উন্নত করেছে। এছাড়া বিশ্বব্যাপী টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম- কোভ্যাক্স কার্যক্রমে যুক্তরাষ্ট্র ৪০০ কোটি ডলার বা ৩৪ হাজার কোটি টাকার অনুদান দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফাইজারের আরও ১৮ লাখ ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০২:২৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : বাংলাদেশকে ফাইজারের তৈরি আরও ১৮ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। ১২ বছর এবং তার বেশি বয়সীদের টিকাদান কর্মসুচি চালিয়ে যেতে এ ডোজগুলো সহায়ক হবে বলে গতকাল বুধবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
করোনাভাইরাস মহামারী ঠেকানো লড়াইয়ে প্রাপ্তবয়স্কদের টিকাদান শুরুর আট মাস পর দেশে গত অক্টোবর ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়। পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এই বয়সী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন উপহার দেওয়া টিকা ২০২১ সালের শেষ নাগাদ টিকা পাওয়ার উপযুক্ত জনসংখ্যার ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য অর্জনে সহায়ক হবে। নতুন ১৮ লাখ টিকাসহ বাংলাদেশকে মোট ১ কোটি ৬৮ লাখ টিকা উপহার দেওয়া হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস।
কোভিড-১৯ মোকাবেলায় ২০২২ সালের মধ্যে সারা বিশ্বে বিনামূল্যে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি পূরণে এ উপহার দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। করোনাভাইরাস মহামারী মোকাবেলায় বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে জানিয়ে বলা হয়, ইতোমধ্যে দেশের ৬৮ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী নিরাপদে টিকা দেওয়ার প্রশিক্ষণ পেয়েছেন। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রে সঠিক নিয়ম মেনে কোভিড-১৯ টিকা সংরক্ষণে সহায়তা দেওয়ার পাশাপাশি দেশজুড়ে টিকা পরিবহনের জন্য ১৮টি কোল্ড-চেইন ফ্রিজার ট্রাক দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা অনুদান এবং সহায়তা ছাড়াও কোভিড-১৯ মোকাবেলায় আরও ১২ কোটি ১০ লাখ ডলার বা এক হাজার ২৮ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এই সহায়তা কোভিড-১৯ আক্রান্তের চিকিৎসা, পরীক্ষা এবং পর্যবেক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করেছে। রোগী ব্যবস্থাপনা ও সংক্রমণ প্রতিরোধসহ সরবরাহ ব্যবস্থাপনাকেও উন্নত করেছে। এছাড়া বিশ্বব্যাপী টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম- কোভ্যাক্স কার্যক্রমে যুক্তরাষ্ট্র ৪০০ কোটি ডলার বা ৩৪ হাজার কোটি টাকার অনুদান দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।