ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

ফাঁকা সড়কে রিকশার রাজত্ব, যাত্রী কম

  • আপডেট সময় : ১০:৩১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

মহানগর প্রতিবেদন : রাজধানী ঢাকাসহ সারা দেশে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন। এর প্রভাব পড়েছে রাজধানীর সড়কে। বাস না চলায় সড়কে রাজত্ব চলছে রিকশা-সিএনজির। তবে মানুষ কম থাকায় যাত্রী তেমন পাননি বলে আক্ষেপ অনেক চালকের।
গতকাল রোববার (৪ আগস্ট) সকাল ৮টা থেকে ১১ পর্যন্ত ফার্মগেট, পান্থপথ, কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে গণপরিবহন কম। কিছুসংখ্যক সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল চলছে। তবে ফাঁকা সড়কে চলেছে রিকশার দাপট।
মনু মিয়া নামে এক রিকশাচালক বলেন, রাস্তায় যাত্রী নাই। তিন ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর চারজন কাস্টমার পাইছি। তাদের গন্তব্যে পৌঁছে দিয়ে মাত্র ২০০ টাকা ইনকাম করেছি।
আরেক রিকশা চালক ইদ্রিস বলেন, ফাঁকা সড়ক। বাস চলছে না। এখন তো আমাদের রাজত্ব। কিন্তু দুঃখের বিষয় রাস্তায় মানুষও নাই ভাড়াও নাই। মানুষের চাইতে রাস্তায় রিকশা বেশি। একজন যাত্রী পাইলে সবাই কাড়াকাড়ি করে। অন্যদিকে সড়কে যাত্রী কম থাকায় রিকশা চালকরা যেমন খুশি নন, তেমনি জীবিকার তাগিদে বের হওয়া অনেক মানুষের কাছে চালকরা বেশি ভাড়া দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে।
মহাখালী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ইয়াকুব ভূঁইয়া। তিনি বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন অফিসে যাওয়া তো ঠিক না। কিন্তু কিছুই করার নাই, অফিস খোলা। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বাস পাচ্ছি না। কয়েকটা রিকশা চালকের সঙ্গে কথা বললাম, ভাড়া অনেক বেশি চাইছে। গণপরিবহনের অপেক্ষায় লোকজনকে বিভিন্ন স্টপেজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গণপরিবহন না পেয়ে অনেকে রিকশায় ভেঙে ভেঙে গন্তব্যে রওনা করেন। আবার অনেকে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা গেছে। কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে অফিসগামী জেসমিনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, বসুন্ধরা সিটিতে একটি দোকানে কাজ করি। এ পর্যন্ত পৌঁছাতে খবর হয়ে গেছে। কিছু রাস্তা হাঁটলাম, আবার কিছুটা পথ রিকশায় করে আসলাম।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা

ফাঁকা সড়কে রিকশার রাজত্ব, যাত্রী কম

আপডেট সময় : ১০:৩১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

মহানগর প্রতিবেদন : রাজধানী ঢাকাসহ সারা দেশে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন। এর প্রভাব পড়েছে রাজধানীর সড়কে। বাস না চলায় সড়কে রাজত্ব চলছে রিকশা-সিএনজির। তবে মানুষ কম থাকায় যাত্রী তেমন পাননি বলে আক্ষেপ অনেক চালকের।
গতকাল রোববার (৪ আগস্ট) সকাল ৮টা থেকে ১১ পর্যন্ত ফার্মগেট, পান্থপথ, কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে গণপরিবহন কম। কিছুসংখ্যক সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল চলছে। তবে ফাঁকা সড়কে চলেছে রিকশার দাপট।
মনু মিয়া নামে এক রিকশাচালক বলেন, রাস্তায় যাত্রী নাই। তিন ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর চারজন কাস্টমার পাইছি। তাদের গন্তব্যে পৌঁছে দিয়ে মাত্র ২০০ টাকা ইনকাম করেছি।
আরেক রিকশা চালক ইদ্রিস বলেন, ফাঁকা সড়ক। বাস চলছে না। এখন তো আমাদের রাজত্ব। কিন্তু দুঃখের বিষয় রাস্তায় মানুষও নাই ভাড়াও নাই। মানুষের চাইতে রাস্তায় রিকশা বেশি। একজন যাত্রী পাইলে সবাই কাড়াকাড়ি করে। অন্যদিকে সড়কে যাত্রী কম থাকায় রিকশা চালকরা যেমন খুশি নন, তেমনি জীবিকার তাগিদে বের হওয়া অনেক মানুষের কাছে চালকরা বেশি ভাড়া দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে।
মহাখালী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ইয়াকুব ভূঁইয়া। তিনি বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন অফিসে যাওয়া তো ঠিক না। কিন্তু কিছুই করার নাই, অফিস খোলা। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বাস পাচ্ছি না। কয়েকটা রিকশা চালকের সঙ্গে কথা বললাম, ভাড়া অনেক বেশি চাইছে। গণপরিবহনের অপেক্ষায় লোকজনকে বিভিন্ন স্টপেজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গণপরিবহন না পেয়ে অনেকে রিকশায় ভেঙে ভেঙে গন্তব্যে রওনা করেন। আবার অনেকে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা গেছে। কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে অফিসগামী জেসমিনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, বসুন্ধরা সিটিতে একটি দোকানে কাজ করি। এ পর্যন্ত পৌঁছাতে খবর হয়ে গেছে। কিছু রাস্তা হাঁটলাম, আবার কিছুটা পথ রিকশায় করে আসলাম।