ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ফাঁকা গ্যালারিতে বসে খেলা দেখছে বানর

  • আপডেট সময় : ০৮:২৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: নতুন বিতর্ক ও অস্বস্তির মধ্য দিয়ে শুরু হলো ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। দিল্লির গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে বিশ্বের সেরা শাটলাররা খেলার সময় দর্শক সিটে এক বানর বসে থাকার ঘটনা সামনে এসেছে, যা আয়োজকদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বের তিন নম্বর ব্যাডমিন্টন তারকা ডেনমার্কের আন্দ্রেস অ্যান্তোনসেন ইতিপূর্বে দূষণের কারণে ইন্ডিয়া ওপেন থেকে নাম প্রত্যাহার করেছিলেন। আর এখন এই বানরের প্রবেশ ঘটনার মাধ্যমে ভেন্যুর নিরাপত্তা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বানরটি গ্যালারির অন্ধকার অংশে প্রায় ১০ মিনিট বসে থাকার পর আয়োজকদের খবর পেয়ে তাকে সরিয়ে দেওয়া হয়। কোনো আহত বা সমস্যা হয়নি, তবে এই ঘটনা শাটলারদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

এটি প্রথম নয়, ইন্ডিয়া ওপেন আয়োজকদের বিরুদ্ধে আগে থেকেই ভেন্যুর খারাপ অবস্থা নিয়ে অভিযোগ ছিল। শাটলাররা পাখির বিষ্ঠা, নোংরা ফ্লোর ও খারাপ কোর্ট কন্ডিশনের কথা জানিয়ে আসছিলেন, যা আয়োজকরা অস্বীকার করলেও বানরের এই ঘটনাই প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।

কোরিয়ার পুরুষদের ডাবলস খেলোয়াড় কাং মিন হিউক বানরের ভিডিও শেয়ার করে ঠাট্টা করে বলেন, পশুদের কি বিনামূল্যে প্রবেশ করতে দেওয়া হয়েছে?’ ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডটও কোর্টের স্বাস্থ্যবিধি নিয়ে হতাশা প্রকাশ করেন, বলেছেন, ‘ফ্লোর নোংরা ছিল, পাখির বিষ্ঠাও ছিল এবং এরিনা জুড়ে পাখির ভিড় ছিল।

আয়োজকদের উচিত শিগগিরই ভেন্যুর নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ব্যবস্থা আরও শক্তিশালী করা, যাতে খেলোয়াড় ও দর্শক উভয়ের জন্য একটি নিরাপদ ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করা যায়। ইন্ডিয়া ওপেনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা খেলাধুলার পেশাদারিত্বে ধকল হিসেবে দেখা হচ্ছে।

ওআ/আপ্র/১৫/০১/২০২৬

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ফাঁকা গ্যালারিতে বসে খেলা দেখছে বানর

আপডেট সময় : ০৮:২৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ক্রীড়া ডেস্ক: নতুন বিতর্ক ও অস্বস্তির মধ্য দিয়ে শুরু হলো ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। দিল্লির গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে বিশ্বের সেরা শাটলাররা খেলার সময় দর্শক সিটে এক বানর বসে থাকার ঘটনা সামনে এসেছে, যা আয়োজকদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বের তিন নম্বর ব্যাডমিন্টন তারকা ডেনমার্কের আন্দ্রেস অ্যান্তোনসেন ইতিপূর্বে দূষণের কারণে ইন্ডিয়া ওপেন থেকে নাম প্রত্যাহার করেছিলেন। আর এখন এই বানরের প্রবেশ ঘটনার মাধ্যমে ভেন্যুর নিরাপত্তা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বানরটি গ্যালারির অন্ধকার অংশে প্রায় ১০ মিনিট বসে থাকার পর আয়োজকদের খবর পেয়ে তাকে সরিয়ে দেওয়া হয়। কোনো আহত বা সমস্যা হয়নি, তবে এই ঘটনা শাটলারদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

এটি প্রথম নয়, ইন্ডিয়া ওপেন আয়োজকদের বিরুদ্ধে আগে থেকেই ভেন্যুর খারাপ অবস্থা নিয়ে অভিযোগ ছিল। শাটলাররা পাখির বিষ্ঠা, নোংরা ফ্লোর ও খারাপ কোর্ট কন্ডিশনের কথা জানিয়ে আসছিলেন, যা আয়োজকরা অস্বীকার করলেও বানরের এই ঘটনাই প্রমাণ হয়ে দাঁড়িয়েছে।

কোরিয়ার পুরুষদের ডাবলস খেলোয়াড় কাং মিন হিউক বানরের ভিডিও শেয়ার করে ঠাট্টা করে বলেন, পশুদের কি বিনামূল্যে প্রবেশ করতে দেওয়া হয়েছে?’ ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডটও কোর্টের স্বাস্থ্যবিধি নিয়ে হতাশা প্রকাশ করেন, বলেছেন, ‘ফ্লোর নোংরা ছিল, পাখির বিষ্ঠাও ছিল এবং এরিনা জুড়ে পাখির ভিড় ছিল।

আয়োজকদের উচিত শিগগিরই ভেন্যুর নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ব্যবস্থা আরও শক্তিশালী করা, যাতে খেলোয়াড় ও দর্শক উভয়ের জন্য একটি নিরাপদ ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করা যায়। ইন্ডিয়া ওপেনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা খেলাধুলার পেশাদারিত্বে ধকল হিসেবে দেখা হচ্ছে।

ওআ/আপ্র/১৫/০১/২০২৬