ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

ফল ঘোষণার পর ইসির পুননির্বাচনের এখতিয়ার নেই: আপিল বিভাগ

  • আপডেট সময় : ০১:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের ফল ঘোষণার পর পুননির্বাচন দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, হাইকোর্টের দেওয়া এমন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। জানা গেছে, ২০২১ সালের ২৮ নভেম্বর নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ইউনিয়নের মেনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফল ঘোষণার পর অনিয়মের অভিযোগ ওঠে। ফলে নতুন করে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ বিষয়ে হাইকোর্টে রিট করেন সাদিকুল ইসলাম নামের এক ব্যক্তি। গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট আদেশ দিয়ে বলেন, ফল ঘোষণার পর নতুন করে নির্বাচন করার এখতিয়ার নেই কমিশনের। যেতে হবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে। হাইকোর্টের সেই আদেশই বহাল রাখলেন আপিল বিভাগ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফল ঘোষণার পর ইসির পুননির্বাচনের এখতিয়ার নেই: আপিল বিভাগ

আপডেট সময় : ০১:৩৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের ফল ঘোষণার পর পুননির্বাচন দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, হাইকোর্টের দেওয়া এমন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। জানা গেছে, ২০২১ সালের ২৮ নভেম্বর নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ইউনিয়নের মেনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফল ঘোষণার পর অনিয়মের অভিযোগ ওঠে। ফলে নতুন করে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ বিষয়ে হাইকোর্টে রিট করেন সাদিকুল ইসলাম নামের এক ব্যক্তি। গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট আদেশ দিয়ে বলেন, ফল ঘোষণার পর নতুন করে নির্বাচন করার এখতিয়ার নেই কমিশনের। যেতে হবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে। হাইকোর্টের সেই আদেশই বহাল রাখলেন আপিল বিভাগ।