প্রত্যাশা ডেস্ক : বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; গত কয়েক দিনে যারা তার সংস্পর্শে এসেছেন, সবাইকে তিনি কোভিড পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, গত মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় নিজেই এ খবর জানান অমিতাভ বচ্চন।
টুইটারে এক পোস্টে তিনি লেখেন, “কিছুক্ষণ আগে আমার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার আশপাশে ছিলেন এবং আছেন, তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।”
তবে শারীরিক অবস্থা বা উপসর্গ নিয়ে বিশদ জানাননি ৭৯ বছর বয়সি অমিতাভ। মহামারির শুরুর প্রথম বছর ২০২০ এর জুলাই মাসে প্রথম দফা কোভিডে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে নানাবতী হাসপাতালে টানা দুসপ্তাহ চিকিৎসা নিতে হয়েছিল তাকে। সে সময় ছেলে অভিনেতা অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বররিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধ্যও কোভিডে আক্রান্ত হয়। অভিষেককে হাসপাতালে ভর্তি হতে হলেও বাকিরা সে সময় বাড়িতেই চিকিৎসা নেন।
ভারতীয় সিনেমার জীবন্ত কিংবদন্তি অমিতাভের অভিনয় ক্যারিয়ার পেরিয়েছে পাঁচ দশক। এই দীর্ঘ সময়ে ১৯০টির বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।
মহামারির নাজুক সময়ে ঘরে বসে কাজ করলেও সংক্রমণ কমে আসায় অন্যদের মতো তিনি বিভিন্ন সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সম্প্রতি সুরুজ বরজাতিয়া পরিচালিত ‘উঁচাই’ সিনেমার শুটিং করেন অমিতাভ, যা মুক্তি পাবে ১১ নভেম্বর। এছাড়া বিকাশ বাহলের ‘গুডবাই’ সিনেমার শুটিংও সেরেছেন এর মধ্যে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘দ্য রিটার্ন’ সিনেমার শুটিংয়ের শিডিউলও ঠিক করা ছিল।‘প্রজেক্ট কে’ সিনেমাতেও কাজ করছেন অমিতাভ। কৌন বনেগা ক্রোরপতির চতুর্দশ সিজনের সঞ্চালনার কাজেও বেশ ব্যস্ততা ছিল বিগ বির। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার ব্রহ্মাস্ত্র। অয়ন মুখার্জি পরিচালিত এ সিনেমায় আরও আছেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও মৌনি রায়।
ফর করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ