ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

ফরিদা পারভীরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থার অনুরোধ মির্জা ফখরুলের

  • আপডেট সময় : ০৮:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

বুধবার রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফরিদা পারভীন আমাদের এই উপমহাদেশের অন্যতম সংগীত শিল্পী।

বিশেষ করে লালন সংগীতে তিনি অদ্বিতীয়। বাংলাদেশের মানুষের তিনি অত্যন্ত প্রিয় শিল্পী। দীর্ঘকাল ধরে তিনি সংগীত জগতে একচ্ছত্র প্রভাব অক্ষুণ্ণ রেখেছেন।

বুধবার (৯ জুলাই) রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন সংগীত শিল্পী ফরিদা পারভীনকে দেখতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। হাসপাতালে চিকিৎসাধীন সংগীত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তার প্রধান সমস্যা হচ্ছে কিডনি।

তার সঙ্গে অন্যান্য সমস্যা মিলিয়ে অবস্থা খুবই ক্রিটিক্যাল। হাসপাতাল কর্তৃপক্ষসহ চিকিৎসকরা যথেষ্ট চেষ্টা করছেন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তার মতো গুণী শিল্পী, যিনি বিশ্বে সমাদৃত, তার চিকিৎসার জন্য সরকারের বিশেষ বোর্ড গঠন করা উচিত।

দরকার হলে সংগীত শিল্পী ফরিদা পারভীনকে বিদেশে সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে। এটাই জাতি চায়। তার জন্য প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে হলেও উদ্যোগ নিতে অনুরোধ ও আহ্বান জানান মির্জা ফখরুল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদা পারভীরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থার অনুরোধ মির্জা ফখরুলের

আপডেট সময় : ০৮:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফরিদা পারভীন আমাদের এই উপমহাদেশের অন্যতম সংগীত শিল্পী।

বিশেষ করে লালন সংগীতে তিনি অদ্বিতীয়। বাংলাদেশের মানুষের তিনি অত্যন্ত প্রিয় শিল্পী। দীর্ঘকাল ধরে তিনি সংগীত জগতে একচ্ছত্র প্রভাব অক্ষুণ্ণ রেখেছেন।

বুধবার (৯ জুলাই) রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন সংগীত শিল্পী ফরিদা পারভীনকে দেখতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। হাসপাতালে চিকিৎসাধীন সংগীত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তার প্রধান সমস্যা হচ্ছে কিডনি।

তার সঙ্গে অন্যান্য সমস্যা মিলিয়ে অবস্থা খুবই ক্রিটিক্যাল। হাসপাতাল কর্তৃপক্ষসহ চিকিৎসকরা যথেষ্ট চেষ্টা করছেন। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তার মতো গুণী শিল্পী, যিনি বিশ্বে সমাদৃত, তার চিকিৎসার জন্য সরকারের বিশেষ বোর্ড গঠন করা উচিত।

দরকার হলে সংগীত শিল্পী ফরিদা পারভীনকে বিদেশে সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে। এটাই জাতি চায়। তার জন্য প্রধান উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে হলেও উদ্যোগ নিতে অনুরোধ ও আহ্বান জানান মির্জা ফখরুল।