ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি), অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্যা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন।
সভায় জানানো হয়, জেলায় ৭৮৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। সার্বিক নিরাপত্তা বিধান, ধর্মীয় ভাব গাম্ভীর্য ও কোভিড বিধি বিধান মেনে উৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথের (সিআইপি) পক্ষ থেকে ৯টি উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতিদের হাতে ৬ লাখ টাকা তুলে দেওয়া হয়। ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি জানান, এবছর সমগ্র জেলায় ৭৮৪টি পূজা ম-পে দুর্গাপূজা হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের আহবান জানাচ্ছি।
ফরিদপুরে ৭৮৪ মন্ডপে দুর্গাপূজা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ