ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর, পারফরম্যান্সে এগিয়ে এনামুল-তাসকিন

  • আপডেট সময় : ০৮:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ঢাকায় বিপিএলের প্রথম পর্ব শেষ হয়েছে শুক্রবার। সিলেটে দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী সোমবার। বিপিএলের প্রথম পর্বে অংশগ্রহণকারী সাতটি দল অন্তত দুইটি করে ম্যাচ খেলেছে। তবে তিনটি করে ম্যাচ খেলেছে তিনটি দল- রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। দুটি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চট্টগ্রাম কিংস, ফরচুন বরিশাল। একটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকার প্রথম পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্ব শেষে তিন ম্যাচে তিনটিতে জিতে সবার শীর্ষে আছে গতবারের রানার্সআপ রংপুর রাইডার্স। খুলনা টাইগার্সেরও জয় শতভাগ। দুই ম্যাচের দুটিতেই জিতেছে তারা। এছাড়া চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল দুই ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতেছে। অনেকদিন পর বিপিএলে ফেরা দুর্দান্ত রাজশাহী ৩ ম্যাচ খেলে জিতেছে একটি। ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্সও এখনো জয়ের দেখা পায়নি।

ঢাকা তিন ম্যাচের তিনটিতে হেরেছে। অন্যদিকে, সিলেট একটি মাত্র ম্যাচ খেলে সেটি হেরেছে। আগামী সোমবার নিজেদের মাঠে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরের বিপক্ষে মাঠে নামবে তারা।
চলতি আসরে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে দুটি। শুক্রবার দুই ম্যাচে দুটি সেঞ্চুরি এসেছে। চিটাগাং কিংসের উসমান খানের পর ঢাকার থিসারা পেরেরা সেঞ্চুরি পেয়েছেন। উসমান দলকে জেতাতে পারলেও থিসারা দলকে জেতাতে পারেননি।

এদিকে, হ্যাটট্রিক না হলেও ফাইফারের দেখা পেয়েছেন বোলাররা। ঢাকা পর্বে শেষ হওয়া ৮ ম্যাচে ব্যাটে-বলে শীর্ষ পাঁচে বাংলাদেশিদের-ই জয়জয়কার। বোলিংয়ের শীর্ষ পাঁচের চারজনই বাংলাদেশি। শীর্ষ দশ হিসেব করলে বাংলাদেশের রয়েছেন ৯ জন। অন্যদিকে ব্যাটিংয়ের শীর্ষ পাঁচের তিনজন বাংলাদেশি। ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন দুর্দান্ত রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। তিন ম্যাচ খেলে দুটি হাফ সেঞ্চুরিতে তার রান ১৪৬ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন চিটাগাং কিংসের পাকিস্তানি ক্রিকেটার উসমান খান। শুক্রবারের এক সেঞ্চুরিতে তার রান ১৪১।

একই রান করে তৃতীয় অবস্থানে আছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। হাফ সেঞ্চুরি না থাকলেও থিসারার আছে একটি সেঞ্চুরি। বল হাতে তিন ম্যাচ খেলে শীর্ষে থাকা রাজশাহীর তাসকিন আহমেদের শিকার ১২ উইকেট। বৃহস্পতিবার সাত উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন এই পেসার। সেরা ১৯ রানে ৭ উইকেট। রংপুর রাইডার্সের খুশদিল শাহ ৭ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। রংপুরের নাহিদ রানা ৬ উইকেট নিয়ে আছেন তৃতীয় অবস্থানে।
প্রসঙ্গত, আগামী সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব। সেখানে ৬ দিনে মাঠে গড়াবে ১২ ম্যাচ। ১৩ জানুয়ারি শেষ হবে দ্বিতীয় পর্বের খেলা। এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। সেখানেও ৬ দিনে মাঠে গড়াবে ১২ ম্যাচ।

২৩ জানুয়ারি শেষ হবে চট্টগ্রাম পর্বের খেলা। এরপর ঢাকায় ফিরে আসবে বিপিএল। ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত হবে গ্রুপ পর্ব, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল দিয়ে শেষ হবে একাদশতম আসর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর, পারফরম্যান্সে এগিয়ে এনামুল-তাসকিন

আপডেট সময় : ০৮:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: ঢাকায় বিপিএলের প্রথম পর্ব শেষ হয়েছে শুক্রবার। সিলেটে দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী সোমবার। বিপিএলের প্রথম পর্বে অংশগ্রহণকারী সাতটি দল অন্তত দুইটি করে ম্যাচ খেলেছে। তবে তিনটি করে ম্যাচ খেলেছে তিনটি দল- রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। দুটি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চট্টগ্রাম কিংস, ফরচুন বরিশাল। একটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকার প্রথম পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্ব শেষে তিন ম্যাচে তিনটিতে জিতে সবার শীর্ষে আছে গতবারের রানার্সআপ রংপুর রাইডার্স। খুলনা টাইগার্সেরও জয় শতভাগ। দুই ম্যাচের দুটিতেই জিতেছে তারা। এছাড়া চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল দুই ম্যাচ খেলে একটি করে ম্যাচ জিতেছে। অনেকদিন পর বিপিএলে ফেরা দুর্দান্ত রাজশাহী ৩ ম্যাচ খেলে জিতেছে একটি। ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্সও এখনো জয়ের দেখা পায়নি।

ঢাকা তিন ম্যাচের তিনটিতে হেরেছে। অন্যদিকে, সিলেট একটি মাত্র ম্যাচ খেলে সেটি হেরেছে। আগামী সোমবার নিজেদের মাঠে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরের বিপক্ষে মাঠে নামবে তারা।
চলতি আসরে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে দুটি। শুক্রবার দুই ম্যাচে দুটি সেঞ্চুরি এসেছে। চিটাগাং কিংসের উসমান খানের পর ঢাকার থিসারা পেরেরা সেঞ্চুরি পেয়েছেন। উসমান দলকে জেতাতে পারলেও থিসারা দলকে জেতাতে পারেননি।

এদিকে, হ্যাটট্রিক না হলেও ফাইফারের দেখা পেয়েছেন বোলাররা। ঢাকা পর্বে শেষ হওয়া ৮ ম্যাচে ব্যাটে-বলে শীর্ষ পাঁচে বাংলাদেশিদের-ই জয়জয়কার। বোলিংয়ের শীর্ষ পাঁচের চারজনই বাংলাদেশি। শীর্ষ দশ হিসেব করলে বাংলাদেশের রয়েছেন ৯ জন। অন্যদিকে ব্যাটিংয়ের শীর্ষ পাঁচের তিনজন বাংলাদেশি। ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন দুর্দান্ত রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। তিন ম্যাচ খেলে দুটি হাফ সেঞ্চুরিতে তার রান ১৪৬ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন চিটাগাং কিংসের পাকিস্তানি ক্রিকেটার উসমান খান। শুক্রবারের এক সেঞ্চুরিতে তার রান ১৪১।

একই রান করে তৃতীয় অবস্থানে আছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। হাফ সেঞ্চুরি না থাকলেও থিসারার আছে একটি সেঞ্চুরি। বল হাতে তিন ম্যাচ খেলে শীর্ষে থাকা রাজশাহীর তাসকিন আহমেদের শিকার ১২ উইকেট। বৃহস্পতিবার সাত উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন এই পেসার। সেরা ১৯ রানে ৭ উইকেট। রংপুর রাইডার্সের খুশদিল শাহ ৭ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। রংপুরের নাহিদ রানা ৬ উইকেট নিয়ে আছেন তৃতীয় অবস্থানে।
প্রসঙ্গত, আগামী সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব। সেখানে ৬ দিনে মাঠে গড়াবে ১২ ম্যাচ। ১৩ জানুয়ারি শেষ হবে দ্বিতীয় পর্বের খেলা। এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। সেখানেও ৬ দিনে মাঠে গড়াবে ১২ ম্যাচ।

২৩ জানুয়ারি শেষ হবে চট্টগ্রাম পর্বের খেলা। এরপর ঢাকায় ফিরে আসবে বিপিএল। ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত হবে গ্রুপ পর্ব, এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল দিয়ে শেষ হবে একাদশতম আসর।