ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

প্লেনে উঠতে লিফটে চড়লেন পোপ

  • আপডেট সময় : ১১:৩০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : মাল্টার উদ্দেশে রওনা দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শনিবার দুই দিনের সফরে প্লেনে চড়ে রওনা দেন তিনি। তবে তাতে উঠতে লিফট ব্যবহার করেছেন পোপ। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তিও ব্রুনি জানিয়েছেন ‘অপ্রয়োজনীয় চাপ এড়াতে’ লিফট ব্যবহার করেছেন তিনি। এখন পর্যন্ত ৩৬ বার বিদেশ ভ্রমণ করেছেন পোপ ফ্রান্সিস। তবে এবারই প্রথম প্লেনে চড়তে পায়ে হাঁটার সিঁড়ির পরিবর্তে লিফট ব্যবহার করলেন পোপ। ৮৫ বছরের পোপ ফ্রান্সিস সায়াটিকা রোগে ভুগছেন। স্নায়বিক এই রোগের কারণে পায়ে ব্যাথা হয়। প্লেনে উঠে সঙ্গী সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তখন তাকে বেশ সুস্থই দেখা যায়। মাল্টার রাজধানী ভ্যালেত্তায় প্লেন থেকে নামার সময়েও লিফট ব্যবহার করবেন পোপ ফ্রান্সিস। হাঁটুতে তীব্র ব্যথায় গত ফেব্রুয়ারিতে ফ্লোরেন্স সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। গত বছরের জুলাই মাসে কোলন সার্জারির জন্য ১১ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বেশ কয়েক দিন বিশ্রামের পর সেপ্টেম্বরে হাঙ্গেরি এবং স্লোভাকিয়া সফর করেন পোপ। সূত্র: রয়টার্স

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্লেনে উঠতে লিফটে চড়লেন পোপ

আপডেট সময় : ১১:৩০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২

প্রত্যাশা ডেস্ক : মাল্টার উদ্দেশে রওনা দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শনিবার দুই দিনের সফরে প্লেনে চড়ে রওনা দেন তিনি। তবে তাতে উঠতে লিফট ব্যবহার করেছেন পোপ। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তিও ব্রুনি জানিয়েছেন ‘অপ্রয়োজনীয় চাপ এড়াতে’ লিফট ব্যবহার করেছেন তিনি। এখন পর্যন্ত ৩৬ বার বিদেশ ভ্রমণ করেছেন পোপ ফ্রান্সিস। তবে এবারই প্রথম প্লেনে চড়তে পায়ে হাঁটার সিঁড়ির পরিবর্তে লিফট ব্যবহার করলেন পোপ। ৮৫ বছরের পোপ ফ্রান্সিস সায়াটিকা রোগে ভুগছেন। স্নায়বিক এই রোগের কারণে পায়ে ব্যাথা হয়। প্লেনে উঠে সঙ্গী সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তখন তাকে বেশ সুস্থই দেখা যায়। মাল্টার রাজধানী ভ্যালেত্তায় প্লেন থেকে নামার সময়েও লিফট ব্যবহার করবেন পোপ ফ্রান্সিস। হাঁটুতে তীব্র ব্যথায় গত ফেব্রুয়ারিতে ফ্লোরেন্স সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। গত বছরের জুলাই মাসে কোলন সার্জারির জন্য ১১ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বেশ কয়েক দিন বিশ্রামের পর সেপ্টেম্বরে হাঙ্গেরি এবং স্লোভাকিয়া সফর করেন পোপ। সূত্র: রয়টার্স