ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

প্লেনের ভেতর যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন, অল্পের জন্য রক্ষা

  • আপডেট সময় : ০১:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের আগমুহূর্তে একটি প্লেনের ভেতর যাত্রীর কাছে থাকা পাওয়ার ব্যাংক থেকে আগুনের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে কেবিন ক্রুরা আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

জানা যায়, রোববার (১৯ অক্টোবর) দিল্লি থেকে নাগাল্যান্ডের দিমাপুরগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই ২১০৭ প্লেনটি ট্যাক্সিং করার সময় এক যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন ধরে যায়। তবে কেবিন ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইন্ডিগোর এক বিবৃতিতে বলা হয়েছে, দিল্লি থেকে দিমাপুরগামী আমাদের ৬ই ২১০৭ ফ্লাইটটি যাত্রীর আসনের পকেটে রাখা একটি ইলেকট্রনিক যন্ত্র থেকে অল্পমাত্রার আগুন লাগায় পার্কিং এলাকায় ফিরে আসে। ক্রুরা নির্ধারিত প্রটোকল অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেন, ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন নিভে যায়।

সংস্থাটি জানায়, ঘটনার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে প্লেনটি ফের উড্ডয়নের অনুমতি পায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এয়ারবাস এ৩২০ নিও প্লেনটি দুপুর ২টা ৩৩ মিনিটে দিল্লি থেকে উড্ডয়ন করে বিকেল ৪টা ৪৫ মিনিটে দিমাপুরে পৌঁছায়।

ইন্ডিগো জানিয়েছে, যাত্রীরা পুরো ঘটনার সময় শান্ত ছিলেন এবং সহযোগিতা করেছেন। তবে ফ্লাইটটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি।

এর আগে, গত সপ্তাহে চীনের এয়ার চায়নার একটি প্লেনে লিথিয়াম ব্যাটারি থেকে আগুন লাগার ঘটনা ঘটে। সেই ফ্লাইটটি হাংজু থেকে সিউল যাচ্ছিল।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/২০/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্লেনের ভেতর যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন, অল্পের জন্য রক্ষা

আপডেট সময় : ০১:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের আগমুহূর্তে একটি প্লেনের ভেতর যাত্রীর কাছে থাকা পাওয়ার ব্যাংক থেকে আগুনের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে কেবিন ক্রুরা আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

জানা যায়, রোববার (১৯ অক্টোবর) দিল্লি থেকে নাগাল্যান্ডের দিমাপুরগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই ২১০৭ প্লেনটি ট্যাক্সিং করার সময় এক যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন ধরে যায়। তবে কেবিন ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইন্ডিগোর এক বিবৃতিতে বলা হয়েছে, দিল্লি থেকে দিমাপুরগামী আমাদের ৬ই ২১০৭ ফ্লাইটটি যাত্রীর আসনের পকেটে রাখা একটি ইলেকট্রনিক যন্ত্র থেকে অল্পমাত্রার আগুন লাগায় পার্কিং এলাকায় ফিরে আসে। ক্রুরা নির্ধারিত প্রটোকল অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেন, ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন নিভে যায়।

সংস্থাটি জানায়, ঘটনার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে প্লেনটি ফের উড্ডয়নের অনুমতি পায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এয়ারবাস এ৩২০ নিও প্লেনটি দুপুর ২টা ৩৩ মিনিটে দিল্লি থেকে উড্ডয়ন করে বিকেল ৪টা ৪৫ মিনিটে দিমাপুরে পৌঁছায়।

ইন্ডিগো জানিয়েছে, যাত্রীরা পুরো ঘটনার সময় শান্ত ছিলেন এবং সহযোগিতা করেছেন। তবে ফ্লাইটটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি।

এর আগে, গত সপ্তাহে চীনের এয়ার চায়নার একটি প্লেনে লিথিয়াম ব্যাটারি থেকে আগুন লাগার ঘটনা ঘটে। সেই ফ্লাইটটি হাংজু থেকে সিউল যাচ্ছিল।

সূত্র: এনডিটিভি

এসি/আপ্র/২০/১০/২০২৫