নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টে প্রয়াত ২৬৩ জন বিচারপতি ও আইনজীবীর স্মরণে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নাম্বার কোর্টে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, সাবেক বিচারপতিরা ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরাসহ ২৬৩ জনের মৃত্যুতে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর কোর্টে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে।