প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারা ও শারীরিক অবয়বের মিল থাকায় নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন পাকিস্তানের এক ব্যক্তি। সালিম বাগ্গা নামের এই পাকিস্তানি পাঞ্জাব প্রদেশে রাস্তার পাশে ক্ষীর বিক্রি করেন। তার সঙ্গে ছবি তুলতে ও দেখা করতে অনেক জায়গা থেকে সাধারণ মানুষ তার দোকানে ভিড় করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিকদের পাকিস্তানের এই ‘নকল ট্রাম্প’ জানিয়েছেন, তিনি আসল ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ চান। তিনি বলেন, “আমার ইচ্ছা ডোনাল্ড ট্রাম্প আমাকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাবেন। তার কাছে গেলে এবং দেখা করতে পারলে আমি খুবই আনন্দিত হব।”
এদিকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার (২০ জানুয়ারি) শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণে ইতিমধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ট্রাম্প। অন্যবার খোলা জায়গায় শপথ অনুষ্ঠান হলেও; আজ সেখানে তাপমাত্রা অত্যাধিক কম থাকায় পুরো অনুষ্ঠানটি ইনডোরে হবে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প দ্বিতীয় ব্যক্তি যিনি মাঝে একবার হেরে গিয়েও দ্বিতীয়বারের মতো আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ট্রাম্পের শপথ গ্রহণের মাধ্যমে আজ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে জো বাইডেনের শাসনামল। তবে গাজায় গণহত্যা চালানো ইসরায়েলকে সহায়তা করায় অনেকে তাকে ‘জেনোসাইড জো’ হিসেবে অভিহিত করেছেন। অপরদিকে ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ দিয়ে হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়াতে বাধ্য করেছেন। এতে করে গাজায় ইসরায়েলের ১৫ মাসের বর্বরতা অস্থায়ীভাবে শেষ হয়েছে। সূত্র: বিবিসি